বীরভূম থেকে মুর্শিদাবাদ, চন্দ্রযান ৩-এর বিভিন্ন দায়িত্ব সামলেছেন বাংলার বিজ্ঞানীরাও, চিনে নিন ছবিতে
৪০ দিন। প্রায় দেড় মাস। নাওয়াখাওয়া ভুলে গিয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা। শয়নে স্বপনে জাগরণে শুধুই Chandrayaan 3। দেশের কোনা কোনা থেকে জড়ো হয়েছিলেন বিজ্ঞানীরা। ছিলেন বাঙালি বিজ্ঞানীরাও। তাঁরা কারা? দেখে নিন ছবিতে।


1/6

2/6

3/6

4/6

5/6

6/6