মিজোরাম থেকে কফিন মোড়া মৃতদেহ পৌঁছল মালদহে। গ্রিন করিডর করে ১৮ জন শ্রমিকের দেহ নিয়ে আসা হয়। দেহগুলিকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা প্রশাসনের তরফে শনিবার মৃতদের নাম পরিচয় মিলিয়ে দেহ হস্তান্তর করা হবে।
1/10
ভোর-রাতের দিকে মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি। দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৮ জন যাত্রীর আগুনে ঝলসে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
2/10
আলিপুরদুয়ারের এক মহিলা পরিচালিত সমবায় ঋণদান সমিতিতে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির অভিযোগ। সিবিআই ও ইডিকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। টাকার অঙ্কটা সব মিলিয়ে প্রায় ৫০ কোটি বলে অভিযোগ।
3/10
আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর জি২০ শীর্ষ সম্মেলন হবে। নয়াদিল্লিতে আয়োজিত এই সম্মেলনে যোগ দেবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিনের তরফে এ কথা জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘জরুরি সামরিক সক্রিয়তার কারণেই প্রেসিডেন্ট পুতিন শারীরিক ভাবে জি২০ শীর্ষ সম্মেলনে হাজির থাকতে পারবেন না’।
4/10
পরণে টি শার্ট, হাতে র্যাকেট নিয়ে ব্যাডমিন্টন খেলছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। এই ছবি দেখিয়েই এবার লালুর জামিনের বিরোধিতা করল সিবিআই। সুপ্রিম কোর্টে সিবিআই উল্লেখ করেছে, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় স্বাস্থ্যের কারণে জামিন পাওয়ার পর ব্যাডমিন্টন খেলছেন লালু প্রসাদ যাদব। যদি লালু বলছেন, স্বাস্থ্যের কারণেই ব্যাডমিন্টন।
5/10
ভাঙন শুরু হয়েছে কপিল মুনির আশ্রমের কাছে। মন্দির থেকে ১ কিলোমিটার এলাকার মধ্যেই শুরু হয়েছে ভাঙন। যার জেরে, সাগরমেলার সময় যে অস্থায়ী পুলিশ ক্যাম্প হয়, তা ওই এলাকা থেকে অন্যত্র সরানোর পরামর্শ দিয়েছে প্রশাসন। এর মধ্যেই ভাঙন ঠেকাতে উদ্যোগ নিয়েছে সেচদপ্তর। নেওয়া হচ্ছে মাস্টারপ্ল্যান।
6/10
পুজো মানেই বেড়ানো। তিন-চার মাস আগে থেকেই শুরু হয়ে যায় ট্রেনের টিকিট বুকিং। যাত্রীদের কথা ভেবে স্পেশ্যাল ট্রেন চালু করার কথা ঘোষণা করল ভারতীয় রেল। রেল সূত্রে খবর, গণপতি উৎসব উপলক্ষ্যে ৩১২টি স্পেশ্যাল ট্রেন চালু করা হবে। মধ্য ও পশ্চিম রেলওয়ে যৌথভাবে গণপতি স্পেশ্যাল ট্রেন চালু করবে।
7/10
চন্দ্রযান অবতরণের সময় মোদী ছিলেন জোহানেসবার্গে। তারপর সেখান থেকে যান গ্রিস। সফর সেরে দেশে ফিরেই প্রধানমন্ত্রী গেলেন ইসরোতে। অভিনন্দন জানালেন বিজ্ঞানীদের। অবতরণস্থলের নাম দিলেন ‘শিবশক্তি’।
8/10
মদন মিত্র এবং কাঞ্চন, শ্রীময়ীর সঙ্গে। চোখে সেই বিখ্যাত সানগ্লাস। পরনে পাঞ্জাবী। তিন জন মিলে বলে উঠলেন ‘ওহ লাভলি’।
9/10
ঘরোয়া সিরিজে নতুন টাইটেল স্পনসর পেল বিসিসিআই। তিন বছরের জন্য আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের সঙ্গে চুক্তি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। নয়া চুক্তিতে ম্যাচ প্রতি বিসিসিআই পাবে ৪.২ কোটি টাকা!