১) আমাদের পড়শি দেশ পাকিস্তান। এই দেশকে নিয়ে তর্কবিতর্কের শেষ নেই।
২) তবে, আমাদের প্রতিবেশী দেশটিকে ‘পাকিস্তান’ নামে চিনলেও আসলে একটি বড়সড় নাম রয়েছে দেশটির।
৩) জেনারেল নলেজ বা জি.কে তে দক্ষ মানুষজন এই নাম জানলেও ভারতবর্ষের নব্বই শতাংশ মানুষ পাকিস্তানের পুরো নাম জানেন না।
৪) পাকিস্তানের পুরো নাম হল ইসলামী জামহুরিয়া পাকিস্তান।
৫) কিন্তু এতবড় নামটি সাধারণত ব্যবহার হয়না তাই পাকিস্তান বলেই ডাকা হয়। তবে এই প্রতিবেদন পড়ার পর সেই সিক্রেট জেনে গেলেন আপনিও।
Follow us on
Back to top button