জাতীয় পুরস্কারের তালিকা ঘোষণা করল কেন্দ্র। আল্লু অর্জুন স্বমহিমায়। জিতলেন পুরস্কার। কামাল দেখালেন আলিয়া ভাট, কৃতী শ্যাননরা। তবে RRR নিয়ে প্রত্যাশা পূরণ হল না। চমকে দিল বাংলা ছবি ‘কালকক্ষ’। ছবি-লেখায় দেখে নিন তালিকা।
আল্লু অর্জুন। জিতলেন সেরা অভিনেতার পুরস্কার। হ্যাঁ, ‘পুষ্পা’-ই তাঁকে এই খ্যাতি এনে দিল।
1/6
সেরা বাংলা ছবির পুরস্কার পেল ‘কালকক্ষ’। করোনা আবহ এবং বাঙালি পরিবারের সংকটের গল্প বুনেছে এই ছবি।
2/6
রিলিজের পর থেকেই আলিয়ার অভিনয় প্রশংসা পাচ্ছিল। ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র জন্য আলিয়া ভাট এবং ‘মিমি’র জন্য কৃতি শ্যানন পেলেন জাতীয় পুরস্কার৷
3/6
সদ্য চাঁদে ল্যান্ড করেছে চন্দ্রযান ৩। মহাকাশযানকে চাঁদে যে রকেট পাঠিয়েছে তার ইঞ্জিন তৈরি করেন নম্বি নারায়ণন। তাঁরই জীবনি অবলম্বনে তৈরি ‘রকেট্রি: দ্য নম্বি এফেক্ট’ পেল সেরা ছবির পুরস্কার।
4/6
‘আরআরআর’ নিয়ে প্রত্যাশা ছিল। একাধিক বিদেশি পুরস্কারও জিতেছে। তবে সেরা ছবি নয়, সেরা পপুলার ফিল্মের পুরস্কার জিতেছে রাজামৌলির এই ছবি।
5/6
সর্দার উধ্ম সিং। স্বাধীনতা আন্দোলনের এক বিস্মৃত নাম। তাঁকেই পর্দায় নিয়ে আসেন ভিকি কৌশল। সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে এই সিনেমা।