৮ মাসেই শেষ হল জনপ্রিয় সিরিয়াল ‘পঞ্চমী’, দর্শকরা বলছেন, ‘পার্ট ২ চাই’

পঞ্চমী। শেষ হল জনপ্রিয় এই Bengali mega serial-এর পথচলা। নাগনাগিনীর কল্পিত কাহিনী দিয়ে সাজানো হয়েছিল এই সিরিয়াল। নাম ভূমিকায় অভিনয় করেন সুস্মিতা দে। ধারাবাহিক শেষ হওয়ায় আবেগঘন হয়ে পড়লেন অভিনেতা-অভিনেত্রীরা। দর্শকরা বলছেন, পার্ট ২ চাই।




Leave a Reply

Back to top button