বড় হয়ে গেল সোনা-রূপা! দশ বছর এগিয়ে গেল গল্প, ‘অনুরাগের ছোঁয়া’য় বড় চমক

বড় হয়ে গেল সোনা-রূপা। দশ বছর এগিয়ে গেল গল্প। ‘অনুরাগের ছোঁয়া’ Serial- এ বড় চমক। সোনার চরিত্রে অভিনয় করছেন মিশিতা চৌধুরী। রূপার চরিত্রে দেখা যাচ্ছে সৃষ্টি মজুমদারকে। সম্প্রতি টেলি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এদের অভিনয়ের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দুজনকে জড়িয়ে ধরে আদর করেন। এখন কাদের দেখা যাবে সোনা-রূপার চরিত্রে। দর্শকমহলে ব্যাপক কৌতূহল।




Leave a Reply

Back to top button