২ সেপ্টেম্বর বাবরদের বিরুদ্ধে ম্যাচ, কোন ৫ পাকিস্তানি খেলোয়াড়ের থেকে সতর্ক থাকতে হবে ভারতকে?
আজ থেকে শুরু Asia Cup। নেপালের বিরুদ্ধে মাঠে নেমেছে পাকিস্তান। ২ সেপ্টেম্বর ভারতের সঙ্গে খেলা। এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তান, দুজনেই ফেভারিট। দু’দলই কাপের দাবিদার। এশিয়া কাপে অপেক্ষাকৃত তরুণ টিম পাঠিয়েছে ভারত। পাকিস্তানের পুরনো দল। কোন পাঁচ পাকিস্তানি ক্রিকেটার ভারতকে বেকায়দায় ফেলতে পারে? দেখে নেওয়া যাক।
মহম্মদ রিজওয়ান: উইকেটকিপার-ব্যাটার। পাকিস্তানি ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। বাবরের সঙ্গে ওপেন করতে নামেন। ফর্মে থাকলে একা হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে।
1/5
হ্যারিস রউফ: পেসার। গতির জন্য পরিচিত। ছন্দে থাকলে রোহিতদের সমস্যায় ফেলতে পারেন। দলের প্রয়োজনে উইকেট তুলে নেওয়ার জন্য সুখ্যাতি রয়েছে রউফের।
2/5
শাদাব খান: তারকা অলরাউন্ডার। ঝড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিত। বল হাতেও সমান দক্ষ। শ্রীলঙ্কার স্লো পিচে কার্যকরী ভূমিকা নিতে পারেন শাদাব খান। বিশেষ করে শেষ দিকের ওভারগুলোতে।
3/5
শাহিন শাহ আফ্রিদি: বাঁ হাতি ফার্স্ট বোলারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা সর্বজনবিদিত। ২০২১-এর টি টোয়েন্টি বিশ্বকাপে একা হাতে ভারতীয় টপ অর্ডারকে ধ্বংস করে দিয়েছিলেন। এশিয়া কাপে শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে সঠিক স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামতে হবে ভারতকে।
4/5
বাবর আজম: দক্ষ ব্যাটসম্যান। অনেকেই বিরাট কোহলির সঙ্গে তুলনা করেন তাঁর। দ্রুত রান তুলতে পারেন। ইনিংস ধরে রাখতে পারেন একাই। রানের মধ্যে আছে। আফগানিস্তানের বিরুদ্ধেও বড় রান পেয়েছেন। বাবরের উইকেট শামিদের দ্রুত তুলে নিতে হবে।