‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে…’, মহীনের ঘোড়ারা যেন পক্ষীরাজ, আজও ডানা মেলে ওড়ে বাংলার আকাশে

জীবনমুখী গান যার হাত ধরে বাংলার আকাশে ডানা মেলেছিল, তিনি গৌতম চট্টোপাধ্যায়। ‘মহীনের ঘোড়াগুলি’র স্রষ্টা। বাংলা ব্যান্ড বা বাংলা রকের আদিপুরুষ তিনিই। সত্তরের দশকে নকশাল আন্দলনে উত্তাল West Bengal। সেই সময়ই গৌতমের হাত ধরে শুরু হল এক অন্য রকমের বিপ্লব। একমুখ দাড়ি আর হাতে গিটার নিয়ে বাংলার যুবসমাজ গেয়ে উঠল, ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে…’।




Leave a Reply

Back to top button