সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে হিমালয়ের পাদদেশ বরাবর৷ অন্যদিকে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছে দুটি ঘূ্র্ণাবর্ত৷ আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ি ৪ সেপ্টেম্বর নাগাদ আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরের ওপরে৷ এই পরিস্থিতিতে কলকাতায় ২ সেপ্টেম্বর থেকে আবহাওয়ার বড় বদলের সম্ভাবনা৷ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে৷ সাইক্লোনিক সার্কুলেশনের জের দমবন্ধ হাঁসফাঁস অবস্থা৷ অ্যাকুওয়েদারের কলকাতা ওয়েদার আপডেট অনুযায়ি আজ সারাদিন কলকাতাবাসী উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জাঁতাকলে একেবারে নাজেহাল হবে৷কলকাতায় আজ দিনের বিভিন্ন সময়ে ইতঃস্তত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি এবং বজ্র-বিদ্যুৎ- সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
1/10
ফাঁসি। বহরমপুরে সুতপা খুনে দোষী সাব্যস্ত হয়েছিল আগেই। মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে এবার সাজা শোনাল আদালত। ‘বিরলের মধ্যে বিরলতম অপরাধ’, বললেন মামলার সরকারি আইনজীবী। সরকারি আইনজীবী বলেন, ‘৪২ বার কুপিয়েছে। মেয়েটি ৪৫ বার আঘাত পেয়েছে। ছুরি দিয়ে মারতে মারতে ওর নিজের হাতটা পিছলে যায়। ছুরির ডগায় ওর নিজের হাতটা কেটে যায়। গা থেকে যখন রক্ত বেরোয়, আমরা থেমে যাই। এ থামেনি কোথাও। মারতে মারতে এমন জায়গায় চলে গিয়েছিল যে, নিজের হাত কেটে গিয়েছে খেয়াল করেনি’।
2/10
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্যপালের সঙ্গে বাংলার শাসকদলের সংঘাত চলছে। এরই মধ্যে ফের বড় পদক্ষেপ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যের যে ১৪টি বিশ্ববিদ্যালয় বর্তমানে উপাচার্যহীন, সেই সব ক’টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তিকালীন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আচার্য নিজেই সেই দায়িত্ব পালন করবেন। কার্যত নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন আচার্য বোস।
3/10
তিন দশক ধরে পুলিশের চোখে ধুলো দেওয়ার পর গ্রেফতার আট জঙ্গি। বৃহস্পতিবার কাশ্মীরের ডোডা জেলা থেকে তদন্ত সংস্থা এসআইএ এবং সিআইডির আধিকারিকরা তাঁদের গ্রেফতার করেছেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে এক জন কাজ করতেন শিক্ষা দফতরে। ধৃতেরা বিচারব্যবস্থার চোখ এড়িয়ে বিগত কয়েক দশক ধরে স্বাভাবিক জীবনযাপন করছিলেন বলেও জানিয়েছে পুলিশ। ধৃত আট জঙ্গির নাম আদিল ফারুক ফরিদি, মহম্মদ ইকবাল ওরফে জাভেদ, মুজাহিদ হুসেন ওরফে নিসার আহমদ, তারিক হুসেন, ইশতিয়াক আহমদ, আজাজ আহমদ, জামিল আহমদ এবং ইশফাক আহমদ। এঁদের মধ্যে ফরিদি জম্মুর শিক্ষা দফতরের কর্মী ছিলেন। অন্য দিকে, ইশফাক ডোডা কোর্টে মুহুরির কাজ করতেন।
4/10
প্যারিসের জুরিখে ডায়মন্ড লিগে সোনা জেতার সুযোগ ছিল নীরজ চোপড়ার। কিন্তু শেষ পর্যন্ত হল না। দ্বিতীয় স্থানেই থামতে হল বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ারকে। দোহা, লুসানের পর জুরিখ, চলতি বছরে পরপর তিনটি ডায়মন্ড লিগ জিতে হ্যাটট্রিক করার সুযোগ ছিল ভারতের সোনার ছেলে নীরজের। কিন্তু দিনটা হয়তো ভাল ছিল না তাঁর জন্য। দ্বিতীয় ও তৃতীয় থ্রো ফাউল হওয়ায় একটা সময় পাঁচে নেমে গিয়েছিলেন নীরজ। তবে ঘুরে দাঁড়িয়েছিলেন বটে, শেষরক্ষা হয়নি।
5/10
ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে আরব সাগরের পাড়ে। বিজেপির বিরুদ্ধে ময়দানে নামতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধী দলগুলি। প্রথমে পটনা। তারপর বেঙ্গালুরু। আর এবার মুম্বইয়ে। আরও বড় হচ্ছে টিম ইন্ডিয়া। বেঙ্গালুরুর বৈঠকে ২৬টি বিরোধী দল সামিল হয়েছিল। আর এবার তা আরও বাড়ল। টিম ইন্ডিয়ার শক্তি বেড়ে হল ২৮। আগামী দিনে জোটের শক্তি আরও বাড়তে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে আরও ৬-৭টি দল যোগ দিতে পারে বিজেপি বিরোধী এই মহাজোটে। সূত্রের খবর, এর মধ্যে অন্যতম হতে চলেছে শিরোমণি অকালি দল। এদিকে হাতে আর খুব বেশি সময় নেই। সময় মতো ভোট হলে এক বছরেরও কম সময় বাকি। এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবার আশঙ্কা করছেন, বিজেপি লোকসভা ভোট ডিসেম্বর-জানুয়ারিতেই করিয়ে ফেলতে পারে। এমন অবস্থায় আর সময় নষ্ট করতে রাজি নন মমতা। তিনি চাইছেন, যত দ্রুত সম্ভব ময়দানে নেমে পড়ুক ইন্ডিয়া জোট।
6/10
আজ ১ সেপ্টেম্বর, ২০২৩ থেকে শুরু হচ্ছে সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প। এটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে আবেদনপত্র জমা নেওয়া হবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্বে পরিষেবা প্রদানের শিবির চলবে ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগের অধীনে উদ্যম পোর্টালে নাম নথিভুক্ত করা হবে। এছাড়া হস্তশিল্পী ও তাঁত শিল্পীদের তালিকাভুক্তিকরণ করা হবে।
7/10
রাহুল গান্ধীকে ভালো লাগে। তৃণমূল না থাকলে ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার কথা ভাবত আইএসএফ। এমনই বললেন নওসাদ সিদ্দিকী। দীর্ঘ সাড়ে চার ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর হাসিমুখেই সিআইডি সদর দফতর ভবানী ভবন থেকে বেরিয়ে বেরিয়েই জানালেন, সিআইডি আবার ডাকলে আবার আসবেন তিনি। সেই সঙ্গে একথাও জানালেন, বিরোধী জোট ‘ইন্ডিয়া’তে তৃণমূল না থাকলে সেখানে যোগ দেওয়ার কথা ভাবতেন। পঞ্চায়েত ভোটের সময় দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে একটি খুনের ঘটনায় নাম জড়িয়েছে নওসাদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানার হাটগাছার পানাপুকুরে অশান্তির ঘটনা ঘটেছিল। দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হয়েছিল রাজু নস্কর নামে এক বৃদ্ধর। নিহতের জামাই হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর গত ১৬ জুন এবিষয়ে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। নওসাদ সহ ৬৮ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছিলেন ঋত্বিক।
8/10
স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীকে প্রকাশ্যে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে এসে মারধরের অভিযোগ। দীর্ঘক্ষণ বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে চলে মার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার গোপালনগর পঞ্চায়েত এলাকায়। শেষে পুলিশ এসে উদ্ধার করল মহিলাকে। সূত্রের খবর, নির্যাতিতা মহিলা এলাকার একটি স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী ছিলেন। অভিযোগ, গোষ্ঠীর বাকি সদস্যদের অন্ধকারে রেখে তিনি নিজে গোষ্ঠীর নাম করে কয়েক লক্ষ টাকা ঋণ নেন। ঘটনা জানতে পারা মাত্রই গোষ্ঠীর বাকি সদস্যরা মহিলার সঙ্গে কথা বলতে যান। তাঁকে ঋণ পরিশোধ করার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু, তিনি পরিশোধ না করায় গোষ্ঠীর অনেক সদস্য মঙ্গলবার সকালে সভানেত্রীর বাড়িতে চড়াও হন। দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ, বচসার মধ্যের গোষ্ঠীরই এক মহিলাকে চড় মারেন সভানেত্রীর স্বামী। তাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয়ে যায় হাতাহাতি।
9/10
ইংরেজিতে বলে, ‘age is just a number’, অর্থাৎ বয়স শুধু একটি সংখ্যামাত্র। শুনতে সাদামাটা হলেও অনেকেই এই কথার সত্যতা প্রমাণ করে দিয়েছেন। কোনও মা সন্তানের সঙ্গেই বসে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছেন। কেউ আবার ৬০ পেরিয়েও পিএইচডি করে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। সেই তালিকাতেই এক উজ্জ্বল সংযোজন হলেন বীরাম্মল আম্মা। ৮৯ বছর বয়সে বেশিরভাগ মানুষ যেখানে শয্যাশায়ী হয়ে পড়েন, সেই বয়সেই রাজ্যের বয়স্কতম পঞ্চায়েত সভাপতি হয়েছেন তিনি। তামিলনাড়ুর ঘটনা।