টানা ৫ দিন নেচে বিশ্বরেকর্ড! ইতিহাস সৃষ্টি করলেন ভারতের শ্রুস্তি সুধীর জগতপ

একটানা কতক্ষণ নাচতে পারবেন? আধ ঘণ্টা, একঘণ্টা বড় জোর ২ ঘণ্টা। কিন্তু টানা ৫ দিন! নাহ, অসম্ভব। এই অসম্ভবকেই সম্ভব করে বিশ্ব রেকর্ড গড়লেন srushti sudhir jagtap। বয়স মাত্র ১৬ বছর। ১২৭ ঘণ্টা টানা কত্থক নেচেই নাম তুলেছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। শ্রুস্তি ২৯ মে নাচ শুরু করেন। সেই নাচ থামান জুনের ৩ তারিখে। উল্লেখ্য, এর আগে গোটা বিশ্বে টানা নাচের রেকর্ডটি দখলে ছিল এক নেপালি তরুণীর। ২০১৮ সালে বন্দনা নেপাল নামে ওই তরুণী টানা ১২৬ ঘণ্টা নেচে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।




Leave a Reply

Back to top button