১) সম্পর্ক একটা বন্ধুত্বের বাঁধন। কিন্তু অনেক সময়ই দেখা যায় মানুষ প্রতারনার শিকার হন। তবে সঙ্গীর কিছু লক্ষণ দেখলেই বোঝা যায় তিনি অভিনয় করছেন কী না! কী কী দেখে বুঝবেন?জেনে নিন
1/5
২) যদি দ্যাখেন আপনার সঙ্গীর আচরণে হঠাৎ করেই পরিবর্তন এসেছে, তিনি আপনার থেকে কথা লুকোচ্ছেন তাহলে বুঝবেন সন্দেহ করার কারণ রয়েছে।
2/5
৩) আপনার সঙ্গী যদি আপনার থেকে দূরে থেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনাকে একটুও মিস না করেন অথচ মজা করে সময় কাটাচ্ছেন। তাহলে বুঝবেন ডাল ম্যায় কিছু কালা রয়েছেই!
3/5
৪) সঙ্গী যদি নতুন কোনও ব্যক্তির কথা বেশি করে বলতে থাকেন ও তাঁর কথাতেই ডুবে থাকেন তবে তিনি হতে পারেন আপনার সম্পর্কের তৃতীয় ব্যাক্তি।
4/5
৫) তবে অনেক সময়েই হয় এই সমস্ত কারণ ছাড়াও সঙ্গীর আচরণ পরিবর্তিত হয়। আর যদি সত্যিই এমনটা হয়। তবে আগে থেকে সচেতন হন।