তিন দশক পর ফের বলিউডে, এবার হিন্দি সিরিজে কাজ করবেন শ্রীলেখা
‘ও মেরি পেয়ারি বিন্দু…’। নয়ের দশকে Coca cola-র সেই বিখ্যাত বিজ্ঞাপন। আমির খানের বিপরীতে শ্রীলেখা মিত্র। লাল পাড় সাদা শাড়িতে বাঙালি মেয়ের চরিত্রে। তারপর আর বলিউডে কাজ করেননি। তিন দশক পর ফের ফিরছেন মুম্বই। বিজয় নম্বিয়ারের হিন্দি সিরিজ ‘কালা’-তে অভিনয় করছেন শ্রীলেখা। বললেন, ‘খুব যে বড় রোল তা নয়, তবে সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র। আর হ্যাঁ, অডিশন দিয়েই কিন্তু চরিত্রটা পেয়েছি আমি’। জানা গেছে, সিরিজে নায়ক অবিনাশ তিওয়ারির মায়ের ভূমিকায় দেখা যাবে শ্রীলেখাকে। অজিঙ্কা দিওয়ারের সঙ্গে রোম্যান্সও করবেন অভিনেত্রী।


1/6

2/6

3/6

4/6

5/6

6/6