উপনির্বাচন ধূপগুড়িতে। বিজেপির লড়াই আসন ধরে রাখার। তৃণমূল রাজবংশী অধ্যুষিত আসন ছিনিয়ে নিতে কার্যত সর্বশক্তি ঢেলে দিয়েছে। অন্য দিকে রয়েছেন কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীও। সকাল ৭টায় শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ধূপগুড়িতে মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের এই বিধানসভায়। নজরে থাকবে আজকের ভোট।
1/10
আজ শিক্ষক দিবস অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্যের শিক্ষা দফতর। দুপুর নাগাদ আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে ওই অনুষ্ঠানটি শুরু হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি। মুখ্যমন্ত্রী ছাড়াও ওই অনুষ্ঠানে থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
2/10
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে প্রথমবর্ষের এক পড়ুয়ার মৃত্যুকে ঘিরে এখনও উত্তপ্ত বিশ্ববিদ্যালয় চত্বর। ক্যাম্পাসে সিসিটিভি বসানো নিয়ে এখনও বিতর্ক চলছে। এর মধ্যেই আজ নদিয়ার বগুলা থেকে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মৃত ওই পড়ুয়ার বাবা-মা। গোটা ঘটনায় ন্যায়বিচার হবে বলে তাদের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, দোষীদের কাউকেই ছাড়া হবে না। বহুলা গ্রামীণ হাসপাতালের নাম হবে ওই পড়ুয়ার নামে। বগুলার যে হাইস্কুলে ওই ছাত্র একসময় পড়াশোনা করত সেই হাইস্কুলের নামও ওই ছাত্রের নামে। একইসঙ্গে ওই ছাত্রের ভাইয়ের পড়াশোনার সব দায়িত্ব নেবে রাজ্য সরকার। অন্যদিকে, সূত্রের খবর মৃত ওই ছাত্রের মায়ের জন্য একটি চাকরির ব্যবস্থাও করছে রাজ্য সরকার।
3/10
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুর রেশ এখনও কাটেনি। এবার কসবায় স্কুল ভবনের ৬ তলা থেকে পড়ে মৃত্যু হল দশম শ্রেণির এক পড়ুয়ার। ওই ছাত্র আত্মঘাতী হয়েছে নাকি পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সিলভার পয়েন্ট স্কুলের ওই ছাত্রের বাবার অভিযোগ তার ছেলের উপরে মানসিক নির্যাতন করা হত। পাশাপাশি আজ তাকে বেধড়ক মারধর করা হয়।
4/10
নরেন্দ্র মোদী সরকারের ‘এক দেশ এক ভোট’ নীতি রূপায়ণের উদ্যোগকে সাধুবাদ জানালেন প্রশান্ত কিশোর। সোমবার পিকে বলেন, ‘সঠিক উদ্দেশ্য নিয়ে প্রণয়ন করা হলে ‘এক দেশ এক ভোট’ জাতীয় স্বার্থের অনুসারী।’ ‘এক দেশ এক ভোট’ কার্যকরী হলে জাতীয় ব্যয় এবং ভোটারদের ক্লান্তি কমবে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, এই উদ্যোগের ফলে ২০২৪ সালের লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে। পিকের কথায়, ‘ভারতের মতো বড় একটি দেশে প্রতি বছর প্রায় ২৫ শতাংশ ভোট আসে। তাই যাঁরা সরকার পরিচালনা করেন, তাঁদের অনেকেই এই নির্বাচনের বৃত্তে ব্যস্ত থাকে। এই ভোট প্রক্রিয়া যদি এক বা দু’বারের মধ্যে সীমাবদ্ধ থাকে তবে ভাল হবে।’
5/10
মণিপুরের গোষ্ঠীহিংসা নিয়ে বিভ্রান্তিকর এবং পক্ষপাতদুষ্ট খবর প্রচারের অভিযোগে ‘এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া’ (ইজিআই)-র সভাপতি এবং তিন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সে রাজ্যের পুলিশ। মণিপুরে ইন্টারনেটের উপর বিধিনিষেধের সমালোচনা করেছিল এডিটরস গিল্ড। এই ঘটনাকে ‘সংবাদমাধ্যমের জন্য ক্ষতিকর’ বলেও জানিয়েছিল তারা। সরকারি সূত্রের খবর, ওই প্রতিবেদনের কারণেই সংস্থার চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি গিল্ডের ওই চার কর্মকর্তার বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, ওই চার জনেই গিল্ডে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ দলেরও সদস্য ছিলেন।
6/10
৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার চাকরি এখনই বাতিল নয়। অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বজায় থাকবে চাকরি বাতিলের এই স্থগিতাদেশ। নিয়োগ নিয়ে নিম্ন আদালতের নথি তলব করা হয়েছে। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রথম রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর ছিল এই অন্তর্বর্তী স্থগিতাদেশ। সম্প্রতি বিচারপতি তালুকদার অবসর নেওয়ায় সোমবার এই মামলা বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য ওঠে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়ায় আদালত। ৩ অক্টোবর মামলার পরবর্তী মামলার শুনানি।
7/10
ফের উত্তপ্ত ভূস্বর্গ। জম্মু-কাশ্মীরে পুলিশ ও সেনার যৌথ অভিযানে খতম এক জঙ্গি। অন্য এক জেহাদির খোঁজে চলছে তল্লাশি। এই ঘটনায় জখম হয়েছেন এক পুলিশকর্মী-সহ এক সেনা জওয়ান। সোমবার জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার চাসানা অঞ্চলে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। পুলিশের কাছে ওই অঞ্চলে দুই জঙ্গির উপস্থিতির খবর ছিল। সেই তথ্য অনুযায়ী পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এরপরই যৌথ বাহিনীর হাতে নিকেশ হয় এক জঙ্গি। অন্য এক জনের খোঁজে এখনও অভিযান চলছে।
8/10
সনাতন ধর্ম প্রসঙ্গে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি। তাঁর সেই বক্তব্যের সরাসরি বিরোধিতা না করলেও, বিষয়টিতে যে তিনি সহমত নন, তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়নিধি বলেছেন, কোনও কোনও জিনিসের বিরোধিতা না করে সেগুলিকে নির্মূল করা প্রয়োজন। ঠিক যেমন ডেঙ্গি, ম্যালেরিয়া নির্মূল করার চেষ্টা করা হয়, তেমনই সনাতন ধর্মও নির্মূল উচিত বলে মন্তব্য করেছেন তিনি। এরপরই মুখ খুলেছেন মমতা। তাঁর বক্তব্য, কোনও ধর্ম সম্পর্কে এমন কোনও মন্তব্য করা উচিত নয়। প্রত্যেক ধর্মকে সম্মান করার কথা বলেছেন তিনি। উল্লেখ করেছেন, সব ধর্মই ভারতীয় সংস্কৃতির অঙ্গ।
9/10
ভারতের এশিয়া কাপের নকআউটে পৌঁছনোর লড়াই। প্রতিপক্ষ নেপাল। সেই ম্যাচ চলাকালীনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, গ্যালারি থেকে ভেসে আসছে ‘কোহলি, কোহলি’ রব। স্টেডিয়ামের একপ্রান্ত থেকে যা শুনতে পেয়েই যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন গম্ভীর! যেদিক থেকে সেই শব্দব্রহ্ম ভেসে আসছে, সেদিকে তাকিয়ে নিজের মধ্যমা প্রদর্শন করেন ক্ষুব্ধ গম্ভীর। ক্যামেরায় ধরা পড়ে যায় প্রাক্তন ভারতীয় ওপেনার এহেন অভব্য আচরণ। আর এই ভিডিও নিয়েই এবার নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়।