দিব্যজ্যোতি-স্বস্তিকার সম্পর্কে চিড়! জন্মদিনের ভিডিওতেই স্পষ্ট হয়ে গেল পুরোটা
‘অনুরাগের ছোঁয়া’ Serial-এর সূর্য আর দীপাকে তো এখন গোটা বাংলা চেনে। শুধু ছোট পর্দায় নয়, বাস্তব জীবনেও চুটিয়ে প্রেম করছেন তাঁরা। এমনই কানাঘুষো শোনা যাচ্ছিল। কিন্তু এবার সামনে এল তাঁদের ঝগড়ার খবর। ছোট পর্দার মতো তাঁদের ঝগড়ারও গড়িয়েছে বাস্তব জীবনে। সম্প্রতি সূর্য ওরফে দিব্যজ্যোতির বার্থ ডে সেলিব্রেশনের একটি ভিডিও সামনে এসেছে। তাতে ‘অনুরাগের ছোঁয়া’-র পুরো টিম হাজির। সিরিয়ালের কলাকুশলীরা তো বটেই, ক্যামেরার পিছনের কুশীলবরাও রয়েছেন। সবাই মিলে জমিয়ে হইহই চলছে। কিন্তু দীপা ওরফে স্বস্তিকা দাঁড়িয়ে দূরে এক কোণে কেক কাটার পর দিব্য যখন সবাইকে খাওয়াচ্ছেন তখনই সেখান থেকে চলে গেলেন স্বস্তিকা। ব্যাপারটা কী?


1/6

2/6

3/6

4/6

5/6

6/6