১) রাজ্য জুড়ে নিত্যদিন লোডশেডিংয়ের সমস্যা। আর সেই সমস্যায় জর্জরিত রাজ্যবাসী। শহর থেকে শহরতলি সর্বত্র নাজেহাল হচ্ছে মানুষ।
1/5
২) কোথাও দিনে সাত-আট ঘন্টা তো কোথাও তার চেয়েও বেশি সময় ধরে থাকছে না কারেন্ট।বারবার রিপোর্ট করা হলেও সমস্যার সমাধান নেই।
2/5
৩) রাজ্যের বহু প্রান্তে মানুষজনের বক্তব্য, ফোনে আসছে মেসেজ। যেখানে বলা হচ্ছে, প্রাক পুজোর আগে মেন্টেনেন্সের কারণে দিনে ও রাতে বন্ধ থাকবে বিদ্যুত সরবরাহ। কিন্তু কেন হচ্ছে এহেন সমস্যা?
3/5
৪) জানা যাচ্ছে, জোগানের ঘাটতির কারণে এই পাওয়ার কাট হচ্ছে। কয়লার জোগানে ঘাটতির পাশাপাশি বন্টন সংস্থার থেকে প্রাপ্য বকেয়া পুরো না মেলায় রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের উৎপাদন ঘাটতি তৈরি হয়েছে।
4/5
৫) এছাড়া বিদ্যুতের চাহিদা যে হারে বাড়ছে এসি, বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার বাড়ায় সেই সকল ক্ষেত্রে বিদ্যুতের জোগান দিতে হিমশিম দশা বিদ্যুত দফতরের।