তৃতীয়বার মা হতে চলেছেন করিনা! ভাইরাল বেবি বাম্পের ছবি ঘিরে হইচই
ফের গর্ভবতী করিনা কাপুর! আনুষ্ঠানিক ভাবে এই নিয়ে কিছু জানা যায়নি। তবে একটি ছবি সামনে এসেছে। তারপরই ছড়িয়েছে জল্পনা। ৩১ আগস্ট ইশা আম্বানির বিউটি প্রোডাক্ট লঞ্চের অনুষ্ঠানে গিয়েছিলেন Kareea Kapoor। হোটেলের একটি বাগি গাড়িতে বসে ঘুরছিলেন। তার ভিডিও সামনে আসতেই অনেকে বলছেন, করিনা ফের অন্তঃস্বত্বা। স্ট্র্যাপলেস কালো গাউন পরিহিত করিনার স্ফীত পেট নজর এড়াচ্ছে না। তারপরেই গুঞ্জন, তবে কি তৃতীয়বার মা হতে চলেছেন বেগমজান?


1/6

2/6

3/6

4/6

5/6

6/6