‘একজনের তিনটে বউ, সাংসারিক কূটকচালি আর কতদিন’, বাংলা সিরিয়াল নিয়ে ক্ষুব্ধ সোনালি
ফের ছোটপর্দায় জার্নি শুরু করছেন সোনালি চৌধুরি। তবে অভিনেত্রী হিসেবে নয়, তাঁকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। Sun Bangla-য় শুরু হচ্ছে গানের শো ‘বাংলা মেলোডি’। এই শো-ই সঞ্চালনা করতে দেখা যাবে সোনালিকে। তার আগে খোলামেলা আড্ডায় সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন। স্পষ্ট বললেন, ‘একজনের তিনটে বউ, সাংসারিক কূটকচালির বাইরে বেরতে হবে’। দর্শকদের ঘাড়েও কিছুটা দায় চাপিয়েছেন তিনি। সোনালির কথায়, ‘দর্শকরা কূটকচালি দেখতেই ভালোবাসে। টিআরপি দেখলেন বোঝা যায়’।


1/6

2/6

3/6

4/6

5/6

6/6