১) পশ্চিমবঙ্গের দূর্গাপুজো এক ঐতিহ্যবাহী উৎসব। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু অতীত ও ইতিহাস। বঙ্গের বেলুড় মঠে মা দুর্গার আরাধনায় রয়েছে আলাদা বিশেষত্ব। এখানকার পুজো শুরুর ইতিহাসও কম আকর্ষণীয় নয়।
1/5
২) বেলুড় মঠের দূর্গাপুজো শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ। নিজ উদ্যোগে তিনি বেলুড়ে নিয়ে আসেন মা সারদাকে। ষষ্ঠীর বিকেলে নৌকা করে প্রতিমা আসেন মঠে।
2/5
৩) এদিকে, দূর্গাপুজোর আয়োজনের সময় তীব্র জ্বরে আক্রান্ত হন স্বামীজি। জ্বর নিয়েই শুরু করেন পুজো। সংকল্প হয় শ্রী শ্রী মায়ের নামে। যা এখনও হয়ে আসছে। স্বামীজি পশুবলি চাইলেও, শ্রী মায়ের বারণ শুনে বিরত থাকেন তিনি।
3/5
৪) বেলুড় মঠের কুমারী পূজা বিখ্যাত।এখানে চিনি ও মিষ্টান্নের নৈবেদ্যের ব্যবস্থা করা হয়। পশুবলির পরিবর্তে ফল বলি দেওয়ার ব্যবস্থা করা হয়।
4/5
৫) জন্মাষ্টমীর দিন থেকেই কাঠামো পুজোর মাধ্যমে ঢাকা কাঠি পড়ে এখানে। সব রীতি মেনে এবারেও হল সেই আয়োজন। ষষ্ঠীর বোধনের পর নির্দিষ্ট আড়ম্বরে পরিচালিত হবে দূর্গা পূজা।