এমবিএ করে কড়কনাথ মুরগির ফার্ম, দু’হাতে রোজগার করছেন বিহারর কুমার গৌতম
এমবিএ চায়েওয়ালার পর এবার এমবিএ মুরগিওয়ালা। তবে দেশি মুরগি নয়, কড়কনাথ মুরগি নিয়েই কারবার বিহারের গয়ার বাসিন্দা কুমার গৌতমের। পেশার স্কুল শিক্ষক। ছোটদের পড়ান। পাশাপাশি চালান কড়কনাথ মুরগির ফার্ম। শোনা যায়, কড়কনাথ মুরগির নাকি বিশাল পুষ্টিগুণ। খোদ মহেন্দ্র সিং ধোনিো এই জাতের মুরগি পছন্দ করেন। ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে কড়কনাথ মুরগি। ব্যবসা করে লাভবানও হচ্ছেন অনেকে। কুমার গৌতমও হেঁটেছেন সে পথেই। বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে এমবিএ তে স্নাতকোত্তর করার পর শুরু করেন ফার্ম। কেজি প্রতি দাম ৮০০ থেকে ১৮০০ টাকা। ফলে কুমার গৌতম যে মোটা টাকা রোজগার করছেন বলাইবাহুল্য।


1/6

2/6

3/6

4/6

5/6

6/6