যান্ত্রিক ত্রুটির জেরে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ। চরম দুর্ভোগে যাত্রীরা। ব্যস্ত অফিসটাইমে যান্ত্রিক গোলযোগের কারণে প্রায় তিন ঘণ্টা মেট্রো বন্ধ থাকায় কাজকর্ম শিকেয় উঠেছে। কালীঘাটে মেট্রো রেলের স্টার্টার সিগন্যাল অতিক্রম করার পরই এই যান্ত্রিক গোলযোগ দেখা যায়। সমস্যা সমাধানের জন্য ৮টা ১২ মিনিটে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ শুরু হয়।
1/10
অবশেষে ‘শিক্ষা নীতি’ প্রকাশ করল রাজ্য। তার জেরে এবার আমূল পরিবর্তন আসবে শিক্ষা ব্যবস্থায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি মানার পরিকল্পনা নেই রাজ্যের। বিধানসভাতেও সরকারের অবস্থান স্পষ্ট করেছিলেন। তবে জানিয়েছিলেন, রাজ্যে নয়া শিক্ষানীতি ঢেলে সাজানো হবে। এরপর আজ শনিবার ১৭৮ পাতার শিক্ষানীতি প্রকাশ করল রাজ্য। আজ থেকেই এই নির্দেশিকা কার্যকর হতে চলেছে। এই নীতিতে ঢেলে সাজানো হল প্রাক-প্রাথমিক স্তর থেকে কলেজ-বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত রাজ্যের শিক্ষানীতি।
2/10
দুর্নীতি মামলায় গ্রেপ্তার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। তাঁর পুত্র নর লোকেশকেও আটক করা হয়েছে বলে সূত্রের খবর। ২০২১ সালে স্কিল ডেভলপমেন্ট দুর্নীতির মামলায় চন্দ্রবাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। ৩১৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে চন্দ্রবাবুর বিরুদ্ধে। উত্তপ্ত অন্ধ্রপ্রদেশ। সিআইডি অভিযানের প্রতিবাদে সরব হয়েছে টিডিপি-র কর্মী-সমর্থকরা।
3/10
৮ মাসের শিশুকে চোলাই মদ খাইয়ে প্রাণে মারার চেষ্টা! হুগলির পাণ্ডুয়ার আঁইচগড়ের এমন মর্মান্তিক ঘটনায় গ্রেপ্তার শিশুর বাবা ও ঠাকুরদা। ধৃতদের শুক্রবার বেলা ১২টা নাগাদ চুঁচুড়া আদালতে পেশ করে পাণ্ডুয়া থানার পুলিশ। ধৃত সন্ন্যাসী বাগ, তার স্ত্রী বুধবার নিজেদের মধ্যেই ঝগড়া করছিল। শিশুটি আচমকা কেঁদে ওঠায় তার গলায় চোলাই মদ ঢেলে দেয় বাবা-দাদু। শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
4/10
দফায় দফায় বৃষ্টি হলেও ভ্যাপসা গরম। সামান্য হাঁটাচলাতে ঘামে ভিজছে গোটা শরীর। আরও কয়েকদিন দুর্ভোগ সহ্য করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তেমনই। তবে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। আগামী বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার থেকে রবিবার মধ্যে বৃষ্টি বাড়তে পারে। সপ্তাহান্তে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি।
5/10
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর রেশ কাটেনি। তার আগেই ‘ব়্যাগিং’য়ের অভিযোগে উত্তাল শিক্ষাঙ্গণ। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ছোট পড়ুয়াদের ব়্যাগিংয়ের অভিযোগ। অভিযুক্ত দ্বাদশ শ্রেণির ৫ ছাত্র। তাদের স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার সূত্রপাত শিক্ষক দিবসে। অভিযোগ, ওইদিন দ্বাদশ শ্রেণির পাঁচ ছাত্র ক্লাসেই ধূমপান করে। তারা আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে আসে বলেও অভিযোগ। এমনকী জোর করে ছোট ছোট পড়ুয়াদের পোশাক খুলে নেওয়া হয়। বাড়িতে গিয়ে পড়ুয়ারা গোটা বিষয়টি জানায়। এরপর অভিভাবকরা স্কুলে জড়ো হন। লিখিত অভিযোগ জানান তাঁরা।
6/10
বুট জোড়া তুলে রাখার সময় জানিয়ে দিলেন আর্জেন্টিনার চ্যাম্পিয়ন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। ২০২৪ সালের কোপা আমেরিকার পরে ডি মারিয়াকে দেশের জার্সিতে আর খেলতে দেখা যাবে না। ২০০৮ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক ঘটেছিল মারিয়ার। নীল-সাদা জার্সিতে ১৩২টি ম্যাচ খেলেছেন তিনি। ৩৫ বছর বয়সি মারিয়া আর্জেন্টিনার হয়ে ২৯টি গোল করেন।
7/10
‘বসুধৈব কুটুম্বকম’। কড়া নিরাপত্তায় দিল্লিতে শুরু বহুচর্চিত জি-২০ শীর্ষ সম্মেলন। ভারতের নেতৃত্বে হওয়া এই সম্মেলনের থিম ‘বসুধৈব কুটুম্বকম’। পরম্পরা মেনেই শনিবার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেক্ষাপটে ওড়িশার কোনারক সূর্য মন্দিরের রথের চাকার একটি কোলাজ। তার সামনে দাঁড়িয়ে একে একে অতিথিদের স্বাগত জানালেন মোদী। কোনারকের সূর্য মন্দির ভারতীয় সংস্কৃতি, সভ্যতা, স্থাপত্য় ও শিল্পকলার নিদর্শন। এর নেপথ্যে রয়েছে ভারতীয় দর্শন। যে দর্শন ভারতের কথা বলে, ভারতের অগ্রগতির কথা বলে।
8/10
নেটিজেনদের কাঠগড়ায় ‘জওয়ান’-এর পরিচালক অ্যাটলি কুমার। নেটমাধ্যমের এক বড় অংশের দাবি, এ ছবির কন্টেন্ট মোটেই খাঁটি নয়, আদপে টুকলি। ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘থাই নাডু’র সঙ্গে নাকি মিল রয়েছে তার। থাই নাডুর বাংলা তর্জমা করলে দাঁড়ায় মাতৃভূমি। ‘জওয়ান’ ছবিতে যে প্রচ্ছন্ন রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে সে সবই নাকি হাজির রয়েছে ওই ছবিটিতে।
9/10
ভয়াবহ ভূমিকম্প মরোক্কোয়। শুক্রবার ভোররাতে আচমকাই কেঁপে উঠেছিল মধ্য মরক্কোর বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ৬.৮ মাত্রার সেই ভূমিকম্পে এখনও পর্যন্ত ২৯৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সূত্রের খবর, স্থানীয় সময় রাত ১১.০৫ নাগাদ মারাকেশ এবং ওকাইমেডেনে ভূমিকম্প আঘাত হানে। শহরের বাড়িঘর তাসের ঘরের মতো ধসে পড়তে শুরু করে। ইউএসজিএস সূত্রের খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং ওকাইমেডেনের ৫৬ কিলোমিটার পশ্চিমে, মাটি থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে।