টাকা না দেওয়ায় চলন্ত ট্রেনে বিষধর সাপ ছেড়ে দিলেন সাপুড়ে, আতঙ্কে যাত্রীরা

ট্রেনে সাপ নিয়ে খেলা দেখাচ্ছিলেন সাপুড়েরা। কিন্তু টাকা চাইতে যেতেই বিপত্তি। কোন যাত্রীই রাজি নয়। শেষে রেগেমেগে চলন্ত ট্রেনে বিষধর সাপ ছেড়ে দিলেন সাপুড়েরা। এমন ঘটনাই ঘটল চম্বল এক্সপ্রেসে। ট্রেনের কামরায় সাপ ঘুরে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই বাথরুমে লুকিয়ে পড়েন। কয়েকজন যাত্রী সাহস করে ফন করেন রেলওয়ে কন্ট্রোল রুমে। বেগতিক বুঝে সাপ নিয়ে স্টেশনে নেমে যান সাপুড়েরা। হাঁফ ছেড়ে বাঁচেন যাত্রীরা।




Leave a Reply

Back to top button