পুজোর আগেই টানা তিন দিনের ছুটি। ২৩ ও ২৪ সেপ্টেম্বর শনি ও রবিবার। সরকারি দফতর অধিকাংশই বন্ধ থাকে। এ বছর ২৫ সেপ্টেম্বর করম পুজোর ছুটি। ফলে সেপ্টেম্বরের শেষে টানা তিন দিন ছুটির সুযোগ সরকারি কর্মচারীদের।
1/10
সদলবলে রাশিয়ায় হাজির হলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। নিজের সেই পরিচিত ট্রেনে চেপে। রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নাকি বৈঠক করার কথা কিমের।সেই ট্রেন ইতিমধ্যে রাশিয়ার পূর্বে খাসান স্টেশনে পৌঁছে গিয়েছে।
2/10
আজ ইডির মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে যোগ দেওয়ার বদলে ইডির দফতরে হাজিরা দেবেন। প্রাথমিক নিয়োগ মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। মঙ্গলবার কলকাতা হাই কোর্ট তাঁকে জানিয়ে দেয়, নতুন করে কোনও রক্ষাকবচের প্রয়োজন নেই তাঁর। ইডি আগেই এ ব্যাপারে মৌখিক প্রতিশ্রুতি দিয়ে রেখেছে।
3/10
তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন না। থাকছে না বামেদের কোনও প্রতিনিধিও। এই দুই দলকে বাদ দিয়েই দিল্লিতে শুরু হচ্ছে বিরোধী জোটের বৈঠক। শরিক দলগুলির মধ্যে আসন বণ্টন প্রক্রিয়া, যৌথ নির্বাচনী প্রচার ও জনসভা নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।
4/10
জাতীয় সড়কে খারাপ হয়ে গিয়েছিল বাস। রাস্তায় দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। আচমকাই একটি ট্রাক এসে পড়ে তাঁদের উপর। চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জন বাসযাত্রীর। আহত আরও ১২। ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে।
5/10
প্রকাশ পেল ইস্টবেঙ্গলের নতুন জার্সি। বিশেষ কিছু নতুনত্ব নেই। চিরাচরিত ডিজাইন। অনেকটা ২০০০ সালের গোড়ার দিকের বাইচুং ভুটিয়াদের সময়কার জার্সির মতো। সামনে ডান দিকে লাল এবং বাঁদিকে হলুদ রঙ। ডান এবং বাম হাতে লাল ও হলুদ রং মেশানো হয়েছে। প্যান্টের রং চিরাচরিত কালো।
6/10
বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ থাকবে অন্ধ্র ওড়িশা উপকূল। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে দক্ষিণবঙ্গে। এর জেরে বৃহস্পতিবার পর্যন্ত উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই।
7/10
‘জওয়ান’ জ্বরে কাঁপছে গোটা দেশ। বক্সঅফিস কালেকশন ৩৫০ কোটি ছুঁই ছুঁই। সব হিসাব ঠিক থাকলে, আজ বুধবার সাড়ে তিনশো কোটির মাইলস্টোন পেরিয়ে যাওয়ার কথা এই ছবির। পাশাপাশি সারা পৃথিবী ব্যাপী ব্যবসায় এই ছবি প্রতি দিন গড়ে প্রায় ১০০ কোটি ঘরে তুলছে বলে দাবি করা হয়েছে।
8/10
পঞ্চায়েত ভোটের আগে খুলেছিল চা বাগান। আশায় বুক বেঁধেছিলেন শ্রমিকরা। কিন্তু পঞ্চায়েত ভোট শেষ হওয়ার মাস দুয়েকের মধ্যেই চা বাগান ছাড়ল মালিকপক্ষ। ফলে পুজোর আগে ফের কর্মহীন কয়েকশো শ্রমিক। ডুয়ার্সের ঢেকলাপাড়া চা বাগানের ঘটনা।
9/10
স্পিড প্রোগ্রাম চালু করলেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের আচার্যদের সঙ্গে রাজ্যপালের যোগাযোগ দৃঢ় করতেই এই কর্মসূচি। এজন্য রাজভবনের তরফে ০৩৩ ২২০০ ১৬৪২ নম্বরটি দেওয়া হয়েছে। এরই পাশাপাশি দেওয়া হল [email protected] মেল আইডি। বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় বিষয়ে রাজভবনকে জানানো যাবে।