কলকাতার উত্তর থেকে দক্ষিণ, কোন পুজোয় কী থিম? খোঁজ নিল ‘দ্য বেঙ্গলি ক্রনিক্যালস’

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই দুর্গাপুজোর ঢাকে কাঠি। বাংলা জুড়ে সাজো সাজো রব। কুমোরটুলিতে নাওয়াখাওয়ার সময় নেই। চলছে প্রতিমা তৈরি। ক্লাবে ক্লাবে চলছে থিমের কাজ। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, কোন পুজোয় কী থিম জানেন? আপনাদের জন্য সাজিয়ে দিল ‘দ্য বেঙ্গলি ক্রনিক্যালস’। এবার ঠিক করে নিন, ষষ্ঠী থেকে দশমী, কবে কোথায় ঠাকুর দেখতে যাবেন।




Leave a Reply

Back to top button