দেশের সবচেয়ে ব্যয়বহুল স্কুল কোনটা জানেন? আম্বানি, সলমনরা এখানেই পড়েছেন, কত ফি দেখুন

শিক্ষাও আজকাল ব্যবসা। মোটা টাকা ফি। চলনবলন থেকে কথাবার্তার ধরণ, সব আলাদা। আমার, আপনার বাড়ির আশপাশেই এরকম স্কুল গজিয়ে উঠেছে। কিন্তু দেশের সবচেয়ে ব্যয়বহুল স্কুল কোনটা জানেন? সেটা হল গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুল। হাজার বছরের পুরনো দুর্গের মধ্যে ১৮৯৭ সালে এই বোর্ডিং স্কুল তৈরি করেছিলেন মহারাজ মাধবরাজ সিন্ধিয়া। শিল্পপতি মুকেশ আম্বানি, ‘ভাইজান’ সলমান খান, পরিচালক অনুরাগ কাশ্যপরা এই স্কুলেই পড়াশোনা করেছেন। সন্তানকে এখানে পড়াতে চান? কত খরচ পড়বে জানেন? বছরে ১৩ লাখ ২৫ হাজার টাকা। ভর্তির জন্য দুটি অ্যাপটিটিউড টেস্ট দিতে হয়।




Leave a Reply

Back to top button