ট্রামে চেপে কলকাতার পুজো। উদ্যোগী রাজ্য পরিবহণ দফতর। ট্রামে ঘুরে শহরের বিভিন্ন মণ্ডপের পুজো দেখা যাবে। সেই সঙ্গে ট্রামের মধ্যেই থাকবে খাওয়া দাওয়ার ব্যবস্থা। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন সপ্তমী থেকে নবমীর রাত ১০টা পর্যন্ত এই রুটে ট্রাম চলবে। সমস্ত ট্রামই হবে এসি। দর্শনার্থীরা যাতে পুজো উপভোগ করতে পারে সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
1/10
ভারতের মাটিতে হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ায় পিটিয়ে খুন। এমনই ঘটনা ঘটল ছত্তীশগড়ে। ‘গদর ২’ দেখে ‘হিন্দুস্থান জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছিলেন এক শিখ যুবক। তা শুনেই তাঁকে পেটাতে শুরু করে তাসাভুর, ফয়জলরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।
2/10
পুজোর পর ফের ময়দানে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচি। ফের বাংলার রাস্তায় নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার প্রার্থী বাছাই নিয়ে মানুষের মতামতও নেওয়া হতে পারে। এমনটাই খবর তৃণমূল সূত্রে।
3/10
বেফাঁস মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রাজ্যে কর্মসংস্থান নেই। বেকার বাড়ছে – বিরোধীরা এমন অভিযোগ করেই থাকে। উদয়ন বলেন, ‘এখন চাকরির কিছুটা সংকট রয়েছে। তাই অনেকে প্রলোভনে পা দিচ্ছেন। আমরা সরকারের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি জন্য কম চেষ্টা করছি না।
4/10
সংসদের বিশেষ অধিবেশনে যোগ দিতে দিল্লি গেলেন দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। যাওয়ার আগে তোপ দাগলেন বিরোধীদের। দিলীপ বললেন, জোটটা তো আপনাদের খবর করার জন্য লোককে দেখানো হয়েছে, জোট হবে না ঘোট হবে। আরও ভবিষ্যৎ আসুক কিন্তু এরা যারা পরস্পরবিরোধী স্বার্থের লোক তারা এক জায়গায় কি করে থাকতে পারে?
5/10
‘ধরি মাছ, না ছুঁই পানি’। ‘ইন্ডিয়া জোটে থাকব, কিন্তু কোঅর্ডিনেশন কমিটিতে থাকব না’। পলিটব্যুরোর বৈঠক শেষে কানিয়ে দিল সিপিএম। শুধু তাই নয়, সীতারাম ইয়েচুরিদের দাবি, ‘ইন্ডিয়া’য় এমন কোনও ‘সাংগঠনিক কাঠামো’ থাকা উচিত নয় যা বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে। কার্যত এই কমিটির যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলে দিল সিপিএম। তাহলে জোটের ভবিষ্যৎ?
6/10
লঙ্কায় আগুন ধরিয়ে দিয়েছেন একাই। মহম্মদ সিরাজ। একাই তুলে নিয়েছেন ৬ উইকেট। কার্যত তাঁর আগুনে বোলিংয়ের সামনেই মাত্র ৫০ রানে বান্ডিল হয়ে গেছে শ্রীলঙ্কা। ভারতকে জেতানোর পর হৃদয় জিতে নিলেন সিরাজ। ম্যাচের সেরার পুরস্কার ৪ লক্ষ ১৫ হাজার টাকা তুলে দিলেন মাঠকর্মীদের হাতে। বললেন, ‘ওঁদের জন্যই বৃষ্টির মধ্যেই খেলা সম্ভব হয়েছে’।
7/10
আজ থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির স্পেল। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ঘূর্ণাবর্ত আজ থেকে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার সংলগ্ন উপকূলে তৈরি এই ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হওয়ার সম্ভাবনা বেশি। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, নদীয়া, বীরভূম, হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
8/10
আজ বিশ্বকর্মা পুজো। একটা সময় হাওড়া, দুর্গাপুর, আসানসোলের মতো এলাকায় রমরম করে পুজো হত। এখন কারখানা বন্ধ। যেগুলো চলছে তারো রুগ্ন দশা। সুদিন আর নেই। তবু পুজো হচ্ছে। রিক্সা স্ট্যান্ড থেকে লেদ মেশিন – কোথাও প্রতিমা, কোথাও ঘট।
9/10
বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল। মিলল জওয়ানের নিখোঁজ দেহ। মণিপুরের ঘটনা। সেপাই সেরতো থাংথাং কোমকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। ঘটনাটি ‘জঘন্য ও কাপুরুষোচিত’ বলে সেনাবাহিনীর তরফে মন্তব্য করা হয়েছে।