আড়াই বছরের শিশুকন্যাকে ধর্ষণ! রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করেন শিশুটির বাবা-মা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সে। গ্রেফতার এক ট্যাঙ্কার চালক। ঘটনাস্থল, শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর মৌলানি জোত ট্রাক টার্মিনাস।
1/10
স্পেনের বণিকমহলের সামনে শিল্পস্থাপন এবং লগ্নির জন্য বাংলার উর্বর মাটির কথা আবার তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যয়ের সঙ্গেই জানালেন, ভারতকে এখন নেতৃত্ব দিচ্ছে বাংলা। স্পেনের বণিকমহলের প্রতিনিধি হিসাবে বাণিজ্য সম্মেলনে ছিলেন ‘পিমেক’-এর আন্তর্জাতিক সম্পর্কের অধিকর্তা হাসিন্তো সোলের মাতুতেস। তিনি ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের ভোট হয়ে গেলেই তাঁরা ভারতে বিনিয়োগের ব্যাপারে অগ্রসর হবেন।
2/10
আজ স্পেনের বার্সেলোনা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রিদ এবং বার্সেলোনার মতো দুবাইয়েও বাণিজ্য বৈঠক রয়েছে তাঁর। লগ্নি আনার লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর এই সফর।
3/10
নতুন সংসদ ভবনের ‘সংবিধান হল’-এর সংবিধান গ্যালারিতে পা দিয়ে সাংসদেরা দেখলেন, সেখানে রামায়ণ-মহাভারতকেই ‘ইতিহাস’ হিসেবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ‘রামায়ণ ও মহাভারত হল মহাকাব্য, যা আমাদের ইতিহাস বা হিস্ট্রি বলে।’
4/10
কেরলের পর বাংলায় নিপা? বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি এক। অসুস্থ রোগী কেরলের পরিযায়ী শ্রমিক বলে খবর। মঙ্গলবার বিকালে ভর্তি হন বছর ছাব্বিশের ওই যুবক। তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। কেরলের এর্নাকুলামে কাজে গিয়েছিলেন। সেখান থেকে সংক্রমিত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে বর্তমানে যুবকের অবস্থা স্থিতিশীল। তবে তিনি নিপারই কবলে পড়েছেন কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। নিপা কিনা নিশ্চিত হতে নাইসেডে হতে পারে নমুনা পরীক্ষা।
5/10
বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে কুমারগ্রামের এক পরিযায়ী শ্রমিক পরিবারের চার জনের মৃত্যু হল। মৃতদের নাম কালে সার্কি (৫০), লক্ষ্মী সার্কি (৪৮), ফুলকুমারী সার্কি (৪০) ও কুশল সার্কি (১৬) । শোওয়ার ঘরে দমবন্ধ হয়েই সকলের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যাচ্ছে। ঘরে বাতাস ঢোকার তেমন ব্যবস্থা ছিল না। রাতে কয়লার উনুন জ্বালিয়ে ঘর গরম রাখা হত । মশা তাড়াতে নিমপাতা জাতীয় কিছু পাতা কয়লার উনুনে দিয়ে রাখা হত। সেখান থেকেই এই পরিণতি।
6/10
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফাল্য পেল ভারতীয় সেনাবাহিনী। সেনার গুলিতে নিকেশ লস্কর-ই-তৈবার ‘মোস্ট ওয়ান্টেড’ কমান্ডার সহ আরও দুই জঙ্গি। গুলির লড়াই শেষ হলেও, তল্লাশি অভিযান চলবে বলে জানিয়েছে বাহিনী। লস্কর-ই-তৈবার (এলইটি) কমান্ডার উজের খান সহ দুই জঙ্গি খতমের খবর নিশ্চিত করেছেন কাশ্মীর পুলিশের অ্যাডিশনাল ডিজিপি বিজয় কুমার।
7/10
বিশ্বব্যাঙ্ক থেকে আরও ৩ হাজার ২০০ কোটি টাকা ঋণ পেতে চলেছে রাজ্য। পঞ্চায়েতের কাজে ব্যয়ের জন্য এই অর্থ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই টাকা ঋণপ্রদানে কেন্দ্র প্রাথমিক সম্মতি দিয়েছে। পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, এই টাকা দিয়েই পঞ্চায়েতের আধুনিকীকরণ, কর্মীদের কম্পিউটার প্রশিক্ষণ, জিনিসপত্র কেনা-সহ পরিকাঠামো সংক্রান্ত একাধিক কাজ করা হবে।
8/10
ভারত ও কানাডার মধ্যে চাপা উত্তেজনা আরও বাড়ল। বাণিজ্য চুক্তি স্থগিত করা, শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার মৃত্যু নিয়ে ভারতের দিকে আঙুল তোলার কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে ধীরে ধীরে অবনতি হচ্ছে। এই পরিস্থিতির মাঝেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বললেন, তিনি ভারতকে উসকাতে বা উত্তেজনা বাড়াতে চাইছেন না। তবে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার খুনের বিষয়টি ভারতকে অত্য়ন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
9/10
ঘূর্ণাবর্ত ক্রমে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে বদলে যাচ্ছে। এর জেরেই ফের দুর্যোগের মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, তুমুল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। বৃষ্টির এই স্পেল চলবে শুক্রবার পর্যন্ত। আজ ও কাল ঝমঝমিয়ে বৃষ্টি নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।