মহিলা সংরক্ষণ বিল পাশ হলেও বাস্তবায়িত হতে ঢের দেরি, ‘২০২৯-এর আগে সম্ভব নয়’ বলছেন বিশেষজ্ঞরা
সংসদে পেশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। লোকসভা ও রাজ্যের বিধানসভায় মহিলাদের প্রতিনিধিত্ব বাড়াতে ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিলকে ‘মোদীর মাস্টারস্ট্রোক’ বলছেন অনেকেই। অন্যদিকে তাঁদের আমলেই এই বিল আনা হয়েছিল বলে দাবি করেছে কংগ্রেস। বিলের কৃতিত্ব নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি। তবে চলতি অধিবেশনে এই বিল পাশ হয়ে গেলেও ২০২৯-এর আগে তা বাস্তবায়ন হবে না বলেই জানা যাচ্ছে। কেন? এই আইন বাস্তবায়িত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ পার করতে হবে। যেমন বিধানসভার আসন পুনর্গঠন, সংবিধানের ৮২ অনুচ্ছেদ সংশোধন। এই বিল আইনে পরিণত হলে, ১৫ বছরের জন্য তা কার্যকর থাকবে। তবে পরে প্রয়োজন মনে করলে আইনের মেয়াদ বাড়ানো হতে পারে।


1/6

2/6

3/6

4/6

5/6

6/6