বৃহস্পতিবার ভোরে দুবাই এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাইয়ের ‘জাফজ়া মুক্তাঞ্চল’ এবং ‘জেবেল আলি বন্দর’ পরিদর্শনে যাবে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে বাংলার প্রতিনিধিদল। শুক্রবার জোড়া কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। একটি শিল্পবৈঠক। এবং অন্যটি প্রবাসী বাঙালি তথা ভারতীয়দের সঙ্গে আলাপচারিতা।
1/10
এশিয়ান গেমসে ভারতীয় ফ্যানকে তেরঙ্গা ওড়াতে বাধা। চিনের সঙ্গে ফুটবল ম্যাচে গোল শোধ করতেই গ্যালারিতে ভারতীয় পতাকা ওড়ান এক দর্শক। তা দেখে ছুটে আসেন দুই নিরাপত্তারক্ষী। তাঁকে তেরঙ্গা নামিয়ে বসার ‘অনুরোধ’ করেন। কিন্তু পাত্তা দেননি ওই ভারতীয় দর্শক।
2/10
৪৫৪ পক্ষে, বিপক্ষে ২। লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল। এআইএমআইএম-এর ২ জন সাংসদ মহিলা সংরক্ষণ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাঁরা হলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এবং ইমতিয়াজ জালিল। আজ রাজ্যসভায় পেশ হবে বিল।
3/10
আগামী ৪৮ ঘণ্টাও টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলীয় জেলাগুলিতেও। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর পশ্চিম বঙ্গপোসাগর অর্থাৎ সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার ওপর একটি নিম্নচাপ রয়েছে। এটিও ঝাড়খণ্ডের ওপর দিয়ে এগিয়ে আসছে।
4/10
রাত ১০টার পর আর বাইরে বেরনো যাবে না। ঢুকতে পারবে না বাইরের কেউ। যাদবপুররের হস্টেলে অবশেষে নিয়ম বেঁধে দিল কর্তৃপক্ষ। নতুন নির্দেশিকা অনুযায়ী, রাত দশটার পর কোনও আবাসিক হস্টেলের বাইরে থাকতে পারবেন না। কোনও কারণে হস্টেলে না থাকতে পারলে আগে থেকে হস্টেল সুপারিনটেনডেন্টের অনুমতি নিতে হবে আবাসিকদের।
5/10
মোদী ম্যাজিক। হোয়াটসঅ্যাপ চ্যানেল আত্মপ্রকাশ করতে না করতেই ফলোয়ারের সংখ্যা পেরিয়ে গেল ১০ লক্ষ। মোটামুটি ২৪ ঘণ্টায় সংখ্যাটা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৩৮৬! কেবল ফলোয়ারই নয়, লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাঁর শেয়ার করা ছবি ও ভিডিয়োয় প্রতিক্রিয়াও। যে ভিডিয়োটি তিনি শেয়ার করেছেন, সেটির রিঅ্যাকশন পেরিয়ে গিয়েছে ৫০ হাজার।
6/10
ব্রিটেনের বিখ্যাত স্টোক পার্ক কিনলেন মুকেশ আম্বানি। এখানেই দুটি জেমস বন্ড সিনেমার শ্যুটিং হয়েছিল। তার মালিক এখন ভারতের ধনকুবের। তাঁর বাড়ি অ্যান্টিলিয়ার কথা জানে গোটা বিশ্ব। এ বার ব্রিটেনে আস্ত একটা প্রাসাদ কিনে ফেললেন রিল্যায়ান্স সুপ্রিমো। দাম ৬০০ কোটি টাকা।
7/10
খড়গ্রামে তৃণমূলের দখল থেকে পার্টি অফিস ছিনিয়ে নিল কংগ্রেস। তৃণমূলের দলীয় কার্যালয় দখল করে কংগ্রেসের হাতে তুলে দিল সাধারণ মানুষ। স্থানীয় তৃণমূল নেতা বলেছেন, ‘পঞ্চায়েতের আগে কংগ্রেসের কিছু কর্মী তৃণমূলে যোগ দিয়েছিলেন। এই পার্টি অফিসে তাঁরা যেতেন এবং তৃণমূলের নাম ব্যবহার করছিলেন। কিন্তু তাঁদের আচার আচরণ যা ছিল, তাঁদের দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন তাঁরা কংগ্রেসে ফিরে গিয়ে আবার দখল করেছেন’।
8/10
সব ঠিক থাকলে দুর্গাপুজোর বাদ্যির সঙ্গে এবার রোনাল্ডিনহো আবেগে ভাসতে চলেছে কলকাতা। সম্ভবত আগামী মাসের গোড়াতেই শহরে পা রাখতে চলেছেন রোনাল্ডিনহো গাউচো। তাঁকে আনছেন শতদ্রু দত্ত। যিনি মেসি, মারাদোনা, মার্টিনেজদের নিয়ে এনেছেন।
9/10
বিধানসভায় মন্ত্রীদের বেতন বৃদ্ধি হয়েছে ৫০ হাজার টাকা। এখন থেকে প্রতি মাসে নিজের এই বর্ধিত বেতন ডিএ আন্দোলনকারীদের দেবেন শুভেন্দু অধিকারী। বুধবার সংগ্রামী যৌথ মঞ্চে হাজির হয়ে নিজের ব্যক্তিগত এই সিদ্ধান্ত প্রস্তাব হিসেবে আন্দোলনকারীদের দেন শুভেন্দু। আন্দোলনকারীরা শুভেন্দুর এই প্রস্তাব গ্রহণ করেছেন।