একটা সময় ভারতীয় রেলে বাচ্চাদের ‘হাফ টিকিট’ চালু ছিল। অর্ধেক একটা টিকিটের দামের অর্ধেক।
২০১৬ সাল থেকে নিয়ম বদলে যায়। রেল মন্ত্রক জানিয়ে দেয়, ৫ বছর থেকে ১২ বছরের শিশুদের পুরো ভাড়া দিতে হবে। যদি তারা বার্থ ব্যবহার করে তবেই।
এরপরই দেখা যাচ্ছে, গত ৭ বছরে ব্যাপক লাভ করেছে ভারতীয় রেল। আর সেটাই ‘হাফ টিকিটের’ নিয়ম বদল করেই।
কত লাভ? রেলের পরিসংখ্যান অনুযায়ী, সাত বছরে রেলের লাভ হয়েছে ২ হাজার ৮০০ কোটি টাকা।
দেখা গেছে, ৭০ শতাংশ অভিভাবকই সন্তানের জন্য পুরো টাকা দিয়ে টিকিট কেটেছেন। এতেই লক্ষ্মীলাভ হয়েছে রেলের।
Follow us on
Back to top button