পূর্ব পাকিস্তানের নাগরিকদের সমস্ত ডিজিটাল আইন এবং নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ১০ অক্টোবর শুনানি। তাহলে কি দেশে এনআরসি হতে পারে? চর্চা তুঙ্গে।
1/10
আসন সমঝোতা চূড়ান্ত করতে কংগ্রেসের সঙ্গে আলোচনা চলবে বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘কংগ্রেসের তরফে আসন সমঝোতা নিয়ে কোনও কথা বলা হয়নি। কাজ এগোয়নি। যা করার তাড়াতাড়ি করা উচিত। আসন ভাগাভাগির ব্যবস্থা চূড়ান্ত হয়ে গেলে অন্য রাজ্যগুলিতেও কাজ শুরু হয়ে যাবে’।
2/10
মহিলা সংরক্ষণ বিলে বঙ্গ বিজেপির কোনও সাংসদকেই ঠাঁই দেওয়া হয়নি বক্তা তালিকায়। অথচ বঙ্গ ব্রিগেডের তরফে সরকার পক্ষের সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর কাছে নাম জমা দেওয়া হয়েছিল। প্রকাশ্যে কিছু না বললেও দলের দলের এহেন সিদ্ধান্তে ক্ষুব্ধ বঙ্গের গেরুয়া সাংসদরা। এই নিয়ে বাংলার সাংসদদের তরফে সংসদীয় দলের শীর্ষনেতৃত্বের কাছে উষ্মাপ্রকাশ করা হয় বলেও খবর।
3/10
আজ শুক্রবার দুবাইয়ে শিল্প সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে মুখ্যসচিবের সঙ্গে এক প্রস্থ আলোচনা সেরে নিলেন। মুখ্যমন্ত্রীর পরামর্শ, শুধু বড় শিল্প নয়, বাংলায় ক্ষুদ্র ও কুটির শিল্প ঘরে ঘরে পৌঁছে দেওয়া হোক। প্রত্যেক পরিবারকে যুক্ত করা হোক শিল্পের সঙ্গে।
4/10
যন্তর মন্তরে ধর্ণা অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসকে। তারপরও অবশ্য রামলীলা ময়দান এবং কৃষি ভবনের সামনে অবস্থান বিক্ষোভের কর্মসূচিতে অনড় তৃণমূল নেতৃত্ব। এখনও পর্যন্ত মৌখিকভাবে সেই আবেদন প্রত্যাখ্যান করেছে দিল্লি পুলিশ। তৃণমূল সূত্রে জানানো হয়েছে, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবে তৃণমূল, তারপর তারা আদালতের দ্বারস্থ হবে।
5/10
সুনীল ছেত্রীর পেনাল্টির সৌজন্যে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেলেও, ফিফা র্যাঙ্কিংয়ে ১০০-র বাইরে চলে গেল ইগর স্টিমাচের দল।এর আগে ফিফা ক্রমতালিকায় ভারত ছিল ৯৯তম স্থানে। এশিয়ান গেমসে কোনওমতে টিকে রইলেন সুনীল ছেত্রীরা।
6/10
সকাল থেকে রাজ্য জুড়ে ঝিরঝিরে বৃষ্টি। শুক্রবার দিনভর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়া এমনই থাকবে। তবে বৃষ্টি বাড়তে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ঘনীভূত হয়েছে, তা ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। বঙ্গোপসাগরে একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার প্রভাবেই বৃষ্টি হচ্ছে রাজ্যে।
7/10
মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর আজই শেষ হয়ে গেল রাজ্যসভা ও লোকসভার স্পেশাল অধিবেশন। নির্ধারিত দিনের আগেই অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেওয়া হল বলে সংসদ। নতুন সংসদ ভবনের কর্মকাণ্ডের শুরুতেই সর্ব্বসম্মতিক্রমে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এর থেকে নতুন সংসদ ভবনের ভাল শুরু হতে পারে না বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ জে.পি নাড্ডা।
8/10
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেছিলেন যে, ভারতীয় এজেন্টের হাতে কানাডায় মৃত্যু হয়েছে নিজ্জরের। এরপরই দুই দেশের কূটনৈতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়। অন্যদিকে, জি২০ তেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মোদীর সামনে কানাডায় নিজ্জর হত্যাকাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন বলেও দাবি নয়া রিপোর্টের। শুধু জো বাইডেন নন, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও এই বিষয়ে প্রশ্ন তোলে।
9/10
১৬টি রাজ্যে ক্ষমতায় বিজেপি, একজনও মহিলা মুখ্যমন্ত্রী নেই। সংসদে তোপ দাগলেন ডেরেকে ও ব্রায়েন। তাঁর দাবি, ২০২৪-এর মধ্যে এই বিলকে কার্যকরী কার হোক। না হলে রাজ্যসভায় মহিলা সংরক্ষণের ব্যবস্থা করুক কেন্দ্র।