সকাল থেকে আকাশের মুখ ভার। ঝিরেঝিরে বৃষ্টি, মাঝে মাঝে মেঘের গর্জন। কলকাতা থেকে জেলায় জেলায় একই ছবি।
1/6
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তার প্রত্যক্ষ প্রভাবেই বঙ্গে দুর্যোগের ঘনঘটা।
2/6
নিম্নচাপ বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ডে অবস্থান করছে। দুদিনের মধ্যে তা পৌঁছে যাবে বিহার। আগামী সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গে এমনই আবহাওয়া থাকবে।
3/6
হাওয়া অফিস জানিয়েছে, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টিপাতে হবে বীরভূম, মুর্শিদাবাদ এবং উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।
4/6
অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
5/6
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবারের পর আবহাওয়ায় পরিবর্তন হতে পারে বলে আশাবাদী আলিপুর আবহাওয়া দফতর।