১) প্রতি বছর পুজোর আগে বেশ কিছু স্টাইল ট্রেন্ডে ইন হয়। পুজোতে শাড়ি পরতে ভালোবাসেন অনেকেই। আর শাড়ির সঙ্গে চাই মানানসই ব্লাউজ। এ বছরের তেমনই কিছু ট্রেন্ডিং ব্লাউজের হদিশ রইল আপনাদের জন্য।
1/5
২) স্লিভলেস: যে কোনও ধরনের শাড়ির সঙ্গেই স্লিভলেস ব্লাউজ এখন ট্রেন্ডিং। হালকা বা বোল্ড লুকের সঙ্গে মানাবে ভালোই।
2/5
৩) একরঙা: একরঙা ব্লাউজ বরাবর ট্রেন্ডে ইন। কাজ করা শাড়ি হোক কি ছিমছাম লুক, সবেতেই হিট একরঙা।
3/5
৪) কনট্রাস্ট: যে রঙ শাড়িতে নেই সেই রঙের কনট্রাস্ট ব্লাউজ আজকাল বেছে নিচ্ছেন অনেকেই। এই লুকটিও ট্রেন্ডিং এখন।
4/5
৫) সুতোর কাজ: সুতোর কাজ করা কিংবা হালকা জরি বসানো ব্লাউজ বেছে নিতে পারেন সন্ধ্যার লুকের জন্য। হালকা সাজে হয়ে উঠতে পারেন অনন্যা।