Round Up 2021- জীবনের সেরা অনুভূতি মা হওয়া, এবছর সন্তানের মুখ দেখেছেন এই ১০ সেলেব দম্পতি

২০২১ সালে টেলিভিশনের বেশ কিছু সেলিব্রিটি দম্পতি (Celebrity couple) তাঁদের জীবনের একটি নতুন পর্বে প্রবেশ করেছেন এবং সন্তানসুখ লাভ করেছেন। মহামারী পরিস্থিতিতে টেলি তারকারা (Television Star) টেলিভিশনের পর্দায় আমাদের থেকে দূরে থাকলেও, নিজেদের জীবনের সমস্ত খুশির খবরই তাঁরা নিজেদের সোশ্যাল অ্যাকাউন্টের (Social Account) মাধ্যমে অনুরাগীদের (Fan) সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

1. অনিতা হাসানন্দানি এবং রোহিত রেড্ডি

টেলিভিশনের খবর,টেলি তারকাদের জীবনযাপনের খবর,টেলি তারকাদের খবর যারা ২০২১ সালে সন্তানলাভ করেছেন তাঁদের খবর,টেলিভিশনের বাংলা খবর,Television news,news of the life of tele stars,news of tele stars who have given birth in 2021,news of television,Bangla news

চলতি  বছরের ৯ ই ফেব্রুয়ারি টেলি দম্পতি অনিতা ও রোহিত একটি ছেলে সন্তানের জন্ম দেন।  দম্পতি তাঁদের ছেলের নাম রাখেন ‘আরভ’ এবং তাদের ছোট্ট সন্তানের বেশ কিছু সুন্দর ছবি এবং ভিডিও তাঁরা  নিজেদের সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ারও করেছেন।

2. নকুল মেহতা এবং জানকি পারেখ

টেলি অভিনেতা নকুল এবং তার স্ত্রী জানকি এই বছরের ৩ রা ফেব্রুয়ারি একটি পুত্র সন্তানকে স্বাগত জানান। এই জুটি তাদের ছোট্ট ছেলের নাম রেখেছেন সুফি।

3. মোহিত মালিক এবং আদ্দিত শিরওয়াইকার

মোহিত এবং আদ্দিত ২৯ শে এপ্রিল তাঁদের পুত্রসন্তান একবীরের পিতামাতা হন। এই জুটি ইনস্টাগ্রামে ভক্তদের সাথে তাঁদের ছেলের আগমনের আভাস-সহ এই আনন্দদায়ক সংবাদটি ভাগ করে নিয়েছিলেন।

4. অনিরুদ্ধ ডেভ এবং শুভ আহুজা

ধারাবাহিক ‘পাটিয়ালা বেবস’ খ্যাত অভিনেতা অনিরুদ্ধ এবং তার স্ত্রী শুভ চলতি বছরের ১৪ ই ফেব্রুয়ারি ছ’বছর পর এক পুত্রসন্তানের পিতামাতা হন। এই অভিনেতা বাবা-মা তাদের সন্তানের নাম রেখেছেন আনিসক।

5. কপিল শর্মা এবং গিন্নি চতরথ

টেলিভিশনের খবর,টেলি তারকাদের জীবনযাপনের খবর,টেলি তারকাদের খবর যারা ২০২১ সালে সন্তানলাভ করেছেন তাঁদের খবর,টেলিভিশনের বাংলা খবর,Television news,news of the life of tele stars,news of tele stars who have given birth in 2021,news of television,Bangla news

কপিল শর্মা এবং তার স্ত্রী গিন্নি চতরথ চলতি বছরে দ্বিতীয়বার সন্তানসুখ লাভ করেছেন। এই দম্পতি যে ছোট্ট পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছিলেন  তার নাম রেখেছেন ত্রিশান।

6. নমন এবং নেহা মিশ্র

নমন এবং তার স্ত্রী নেহা চলতি বছরের ২৪ শে ফেব্রুয়ারি একটি পুত্র সন্তান লাভ করেন। দম্পতি তাদের এই ছোট্ট সন্তানের নাম দিয়েছেন ক্রিভান।

7. শাহীর শেখ এবং রুচিক্কা কাপুর

এই টেলি দম্পতি গত বছরেই সবার অগোচরে বিয়ে সেরে নিতে চেয়েছিলেন, তারা এই বছর একটি কন্যা সন্তান লাভের করেন এবং শাহির ও রুচিক্কা তাদের এই রাজকন্যার নাম রেখেছেন অনায়া।

আরও পড়ুনঃ বিয়ের নাম ছেলেখেলা! ২০২১ সালে এই ৫ ডিভোর্স বানিয়েছে শিরোনাম

8. কিশ্বর মার্চেন্ট এবং সুয়াশ রাই

কিশ্বর মার্চেন্ট এবং সুয়াশ রাই এই বছরের ২৭ শে আগস্ট একটি শিশুসন্তানের জন্ম দেন এবং তাঁরা তাঁদের ছেলের নাম রেখেছেন নির্ভেয়ার।

9. রণবিজয় সিংহ এবং প্রিয়াঙ্কা

টেলিভিশনের খবর,টেলি তারকাদের জীবনযাপনের খবর,টেলি তারকাদের খবর যারা ২০২১ সালে সন্তানলাভ করেছেন তাঁদের খবর,টেলিভিশনের বাংলা খবর,Television news,news of the life of tele stars,news of tele stars who have given birth in 2021,news of television,Bangla news

রণবিজয় এবং প্রিয়াঙ্কা তাদের দ্বিতীয় সন্তান, একটি শিশুপুত্রকে ১২ ই জুলাই স্বাগত জানান এবং নাম রাখেন জাহানভীর।




Back to top button