Serial TRP : শুরুতেই বাজিমাত করল ‘আলতা ফড়িং’! সোজা চ্যালেঞ্জ মিঠাইকে, রইল এসপ্তাহের TRP তালিকা

বাঙালি দর্শকদের কাছে বিনোদনের ডেলি ডোজ মানেই সিরিয়াল। আর বিভিন্ন চ্যানেলে একাধিক কাহিনীর সিরিয়াল সম্প্রচারিত হয়। তাই পছন্দের সিরিয়াল ঠিক কতটা জনপ্রিয় হল সেটা জানার আগ্রহ বরাবরই থাকে দর্শকদের মধ্যে। প্রতি বৃহস্পতিবার জনপ্রিয়তার নিরিখে প্রকাশিত হয় সিরিয়ালের টিআরপি তালিকা ( Serial TRP List )। এসপ্তাহের টিআরপি তালিকাও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। প্রতিবারই মিঠাই সিরিয়াল প্রথম স্থানে থাকে বাকিরা ধরতেও পারে না তাকে। তবে এসপ্তাহে নতুন চমক রয়েছে এই তালিকায়।

মিঠাইয়ের জনপ্রিয়তাকে টেক্কা দেবার জন্য ষ্টার জলসা একাধিক নতুন গল্পের সিরিয়াল শুরু করেছে। তাদের মধ্যেই একটি হল ‘আলতা ফড়িং’। আরম্ভ হয়ে মাত্র কয়েকদিন হয়েছে সিরিয়ালটির, এরই মধ্যে জনপ্রিয়তায় অনেককেই পিছনে ফেলে দিয়েছে। মিঠাই সেরিয়ালকে টেক্কা দিতে পারেনি ঠিকই, তবে শুরু থেকেই যে কোমর কষেছে সেটা আর বলার অপেক্ষা  রাখে না

Serial TRP List Mithai

এসপ্তাহের টিআরপি তালিকায় ১০.২ পয়েন্ট নিয়ে প্রথম স্থানেই রয়েছে মিঠাই। অন্যদিকে গতবছরের শেষের দিকে শুরু হওয়া সিরিয়াল ‘উমা’ পেয়েছে ৯.৩ পয়েন্ট। যার ফলে দ্বিতীয় স্থানে রয়েছে অভি আর উমার কাহিনী। এরপর তৃতীয় স্থানে ৯.২ পয়েন্ট নিয়ে জ্বলজ্বল করছে ‘আলতা ফড়িং’ এর নাম। আর ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে এবারের সেরা দশের তালিকায় বেশিরভাগই ষ্টার জলসার সিরিয়াল।

চলুন এবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকাঃ (Top 10 Serial TRP List)

মিঠাই- ১০.২ (প্রথম)

উমা- ৯.৩ (দ্বিতীয়)

আলতা ফড়িং- ৯.২ (তৃতীয়)

খুকুমণি হোম ডেলিভারি- ৮.৬ (চতুর্থ)

ধুলোকণা- ৮.২ (পঞ্চম)

মন ফাগুন- ৮.১ (ষষ্ঠ)

গাঁটছড়া- ৮.১ (ষষ্ঠ)

আয় তবে সহচরী- ৮.১ (সপ্তম)

পিলু- ৭.৮ (অষ্টম)

অপরাজিতা অপু- ৭.৭ (নবম)

যমুনা ঢাকি- ৭.৩ (দশম)

সর্বজয়া- ৭.৩ (দশম)




Leave a Reply

Back to top button