নেটিজেনদের একাংশের মতে দিব্যজ্যোতির প্রেয়সী তাঁরই সহ-অভিনেত্রী। এই মুহূর্তে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে নায়িকা দিপা সেনগুপ্ত, তথা অভিনেত্রী স্বস্তিকা ঘোষের বোন ‘উর্মি’র চরিত্রে অভিনয় করছেন সেই সৌভাগ্যবতী।
1/6
উর্মির চরিত্রে অভিনয় করছেন সৌমিলি চক্রবর্তী। নায়িকার বোন, তথা পর্দায় তাঁর শালির সঙ্গে নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছেন নায়ক দিব্যজ্যোতি।
2/6
সৌমিলির ইনস্টাগ্রামও কিন্তু বলছে সেই কথাই। বারবার ইঙ্গিত দিচ্ছে, তিনি প্রেম করছেন পর্দার ‘জামাইবাবু’র সঙ্গেই। ঘুরতেও গেছিলেন একসঙ্গেই।
3/6
ধারাবাহিকের শুরুতে ‘সূর্য’ দিব্যজ্যোতির সঙ্গেই বিয়ে হওয়ার কথা ছিল ‘উর্মি’ সৌমিলির। কিন্তু আগমন ঘটে ‘দিপা’ স্বস্তিকার। শেষে উর্মির পরিচয় হয়ে ওঠে সূর্যর শালির। সেই ধারাবাহিকেই নায়কের ভাইয়ের সঙ্গে বিয়ে হয় উর্মির।
4/6
এই প্রেমের গুঞ্জন যখন সবদিকে, তখন নেটপাড়ার একাংশ এক ধাপ এগিয়ে বিয়েটাও প্রায় দিয়ে দেয় দিব্যজ্যোতি-সৌমিলির। কিন্তু কীভাবে?
5/6
তাঁরা প্রিয় চরিত্র সূর্য এবং উর্মির নাম জুড়ে দিয়েছেন ‘সূর্মি’। এই সূর্মিই এখন ট্রেন্ডিং।