Bappi Lahiri Passed Away : প্রয়াত কিংবদন্তি গায়ক তথা সুরকার বাপ্পি লাহিড়ী

প্রয়াত বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)। মুম্বাইয়ের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি গায়ক তথা সুরকার। মৃত্যুরকালীন বয়স হয়েছিল ৬৯ বছর। বুধবার সকালেই এমন এক দুঃসংবাদ এসে পৌছালো। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালেই খবর মেলে মুম্বাইয়ের হাসপাতালে ৬৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন বাপ্পি লাহিড়ী।
গতকালই প্রয়াত হয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর শেষকৃত্য হওয়ার কথা আজ। তারই মাঝে সংগীতের আকাশের আরও এক নক্ষত্রপতন হল বাপ্পি লাহিড়ীর প্রয়াণের সাথে সাথে। এই খবর পেয়ে শোকাহত হয়ে পড়েছেন কোটি কোটি ভক্তরাও।
Singer-composer Bappi Lahiri dies in Mumbai hospital, says doctor
— Press Trust of India (@PTI_News) February 16, 2022
১৯৭০ থেকে ১৯৮০ এর দশকে বলিউডের হিন্দি ছবিতে বাপ্পি লাহিড়ীর গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। মিঠুন চারাবর্তীর ‘ডিস্কো ডান্সার’ থেকে ‘শারাবি’ গান আজও শ্রোতাদের মনে গেঁথে রয়ে গিয়েছে।
(এই খবরটি সবেমাত্র প্রকাশিত হয়েছে। বিস্তারিত খবর কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে।)