Bappi Lahiri Death : না ফেরার দেশে পাড়ি ডিস্কো কিং-এর, রাজকীয় এই শেষ যাত্রা

পাড়ি না ফেরার দেশে। বম্বে চত্বরে তাঁর দেখা মিলবে না আর কোনও দিন। কারণ বৃহস্পতিবারই যে তাঁর শেষ যাত্রা। তাঁকে শেষ বারের মতো দেখার জন্য জড়ো হয়েছেন ঘনিষ্ঠরা। কান্নায় ভেঙে পড়েছে পরিবার-বন্ধু ও অনুরাগীরা। বাবাকে কাঁধ দিয়েছেন ছেলে বাপ্পা লাহিড়ি। শোক ভরা সকাল। কিন্তু একমাত্র এক জনই তাঁর রাজকীয় সত্তাতে বিরাজমান। তিনি সেই “ডিস্কো কিং”। তিনিই ( Bappi Lahiri Death ) বাপ্পি লাহিড়ি।

শেষ যাত্রায় তাঁর গায়ে ওঠেনি সোনা। কিন্তু কালো চশমাটা চোখ দু’টোকে ঢেকে রেখেছে এখনও। জীবনের শেষ বেলা পর্যন্ত যে কালো চশমা তাঁর সঙ্গী ছিল, আজ শেষ যাত্রাতেও সেই সঙ্গী কিন্তু হাত ছাড়েনি তাঁর। ইতিমধ্যে গোটা সামাজিক মাধ্য়ম জুড়ে ছড়িয়ে পড়েছে নানা ছবি ও ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বাপ্পা-সহ আরও কয়েক জন প্রয়াত সুরকারকে তাঁর বাড়ি থেকে শববাহী গাড়িতে তুলছেন। দেহ সজ্জিত একাধিক ফুলের মালায়। চোখে পরানো সেই কালো চশমা। শববাহী গাড়িকেও ফুল দিয়ে সাজানো হয়েছে। আর গাড়ির ঠিক মাথাতেই রয়েছে বাপ্পির হাসি মুখের একটি ছবি। তাঁর রাজকীয় শেষ যাত্রা দেখতে হাজির ছিলেন অজস্র মানুষ।

আরও পড়ুন মাটিতে পড়ে থাকা বিজেপির পতাকা কুড়িয়ে তুলে দিলেন পুলিশের হাতে, তৃণমূল নেত্রীর রাজনৈতিক সৌজন্য নিয়ে জোর চর্চা

বৃহস্পতিবার বেলায় তাঁর দেহ নিয়ে যাওয়া হল পবন হংস শ্মশানে। সেখানেই চলছে তাঁর সৎকার। প্রসঙ্গত, গত প্রায় একমাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর সোমবারই বাড়ি ফেরেন তিনি। কিন্তু মঙ্গলবারই ফের অসুস্থ হয়ে পড়েন। পরিবারিক চিকিৎসক তাঁকে ফের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি হতে বলেন। মঙ্গলবার মধ্যরাতে সেই হাসপাতালেই অবস্ট্রাকক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু হয় তাঁর।




Leave a Reply

Back to top button