কন্যার সুভবিষ্যৎ নিশ্চিত করতে আজই ২৫০ টাকা বিনিয়োগ করে উপহার দিন ১৫ লক্ষ টাকা

Sukanya Samriddhi Yojanaযখনই বাড়িতে একটি শিশু জন্মগ্রহণ করে, তখনই ( Sukanya Samriddhi Yojana ) বাবা-মায়েরা সন্তান্তের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। ভালো শিক্ষা, পোশাক এবং ভবিষ্যৎ সকল বাবা-মায়েরই স্বপ্ন।

Sukanya Samriddhi Yojanaআর সন্তানের পড়াশোনা থেকে শুরু করে প্রতিটি খাতে যে খরচ পড়বে তা নিয়েও বেশ চিন্তার ভাঁজ দেখা যায় অভিভাবকদের কপালে। ভারতীয় সমাজে পরিবারে কন্যা সন্তান জন্মালে অভিভাবকের চিন্তা যেন দ্বিগুণ হয়ে পড়ে। কন্যার শিক্ষা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সকল খরচ নিয়ে চিন্তিত হয়ে পড়ে অভিভাবকেরা।

Sukanya Samriddhi Yojanaতবে এবার চিন্তার দিন শেষ। লাগে টাকা ( Sukanya Samriddhi Yojana )দেবে গৌরী সেন! এখানে গৌরী সেন আসলে কেন্দ্র সরকার। মেয়ের পড়াশোনা ও বিয়ের খরচের চিন্তা মেটাতে চলে এলো কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা।

Sukanya Samriddhi Yojanaএই স্কিমে কন্যা সন্তানের জন্য মিলতে পারে ১৫ লক্ষ টাকা তাও খুব সামান্য বিনিয়োগে। জেনে নিন এই প্রকল্পের নানা খুঁটিনাটি তথ্য। সুকন্যা সমৃদ্ধি যোজনা ( Sukanya Samriddhi Yojana )ভারত সরকার সমস্ত বিভাগের জন্য পরিচালিত হচ্ছে। এর অধীনে মেয়েদের আর্থিকভাবে সাহায্য করা হয়, যাতে তারা বিয়ে, পড়াশোনা কোনও ক্ষেত্রেই আর্থিক বাঁধার সম্মুখীন না হয়।

Sukanya Samriddhi Yojanaএই স্কিমে মাত্র ২৫০ টাকা বিনিয়োগ করলে বিনিয়োগকারীকে মিলতে পারে ১৫ লক্ষ টাকা। আপনি যদি আপনার মেয়েকে সুকন্যা সমৃদ্ধি যোজনার ( Sukanya Samriddhi Yojana )সুবিধা দিতে চান, তাহলে আপনি মেয়ের নামে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য প্রয়োজন মেয়ের জন্মের প্রমাণপত্র এবং অভিভাবকদের পরিচয় পত্র।

Sukanya Samriddhi Yojanaএই প্রকল্পে আপনি যদি প্রতি মাসে ৩ হাজার টাকাও বিনিয়োগ করেন, তাহলে বার্ষিক পরিমাণ হচ্ছে ৩৬ হাজার টাকা। এমন পরিস্থিতিতে ২১ বছর পর ( Sukanya Samriddhi Yojana )ম্যাচিউরিটি হলে প্রায় ১৫ লাখ ২২ হাজার ২২১ টাকা পাবেন। এতে আপনি ৭.৬ শতাংশ চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধা পাবেন। যদিও এই প্রকল্পটি ২১ বছরের। কিন্তু আদতেই এতে ২১ বিনিয়োগ করার প্রয়োজন হয় না।




Leave a Reply

Back to top button