কোমর দুলিয়ে এখন ‘সেনসেশন’ ভদ্রলোক, দেখুন…
ভিডিওটি ভাইরাল হতেই সকলে লাইক এবং শেয়ার করে তা। ভিডিও-এর ক্যাপশনে লেখা আছে, ‘নাচের কোনও বয়সসীমা নেই।’

আজকাল যে কোনও আনন্দ অনুষ্ঠান নাচ না থাকলে অসম্পূর্ন। অনুষ্ঠান যাই হোক না কেন, সেখানে ডিজে বাজলে সকলেই পা মেলাতে চলে আসেন। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ এমনই এক নাচের ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে কার্যত অবাক নেট মহল। এক সাধারণ মধ্যবয়সী ভদ্রলোকের নাচ থেকে অবাক হয়ে গেলেন নেটিজেনরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক মধ্যবয়সি ভদ্রলোক অসাধারন ডান্স মুভ দেখিয়ে সকলকে অবাক করে দিয়েছেন। যা দেখে হাততালি দিয়ে সকলে তাঁকে অনুপ্রেরণা দেন। হরিয়ানভি গান বাজানো শুরু হতেই তিনি সকলকে আবাক করে নৃত্য পরিবেশন শুরু করেন। মধ্যবয়সি ভদ্রলোক হরিয়ানভি গান ‘হাট জা তাই পাচে নে’-এ পারফর্ম করেন। তাঁর নাচ এবং এক্সপ্রেশন দেখে মনেই হচ্ছিল না যে তিনি প্রফেশনাল ডান্সার নন।
View this post on Instagram
ভিডিওটি ভাইরাল হতেই সকলে লাইক এবং শেয়ার করে তা। ভিডিও-এর ক্যাপশনে লেখা আছে, ‘নাচের কোনও বয়সসীমা নেই।’ ১ ডিসেম্বর এই ভিডিওটি শেয়ার করা হয়। এখনও পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন। বয়সের সংখ্যাটি পেছনে ফেলে এখন ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছেন এই ভদ্রলোক।