সাত পাকে নতুন বলি জুটি, দ্বিতীয় বিয়ে করলেন ফারহান আখতার

ফের একবার সাত পাকে বাঁধা ( Farhan Akhtar and Shibani Dandekar Wedding ) পড়লেন বলিউড অভিনেতা ফারহান আখতার। গার্লফ্রেন্ড শিবানী দান্ডেকরের সঙ্গে বিয়ের বাঁধনে বাঁধলেন ফারহান আখতার। শনিবার শিবানীকে খান্দালায় তাঁর ফার্মহাউসে ( Farhan Akhtar and Shibani Dandekar Wedding ) বিয়ে করেন তিনি। স্যুটেড-বুটেড হয়েই শিবানি দান্ডেকরের সঙ্গে এদিন বিয়ের পিঁড়িতে বসে পড়েন ফারহান। কালো স্যুট সাথে গোলাপি লেহেঙ্গায় সকলের চোখ কেড়েছে এই বলি জুটি। হৃতিক রোশন, রিতেশ সিধওয়ানি, রিয়া চক্রবর্তী, অমৃতা অরোরা, শাকিব সেলিম, রাকেশ রোশন, পিঙ্কি রোশন, সতীশ কৌশিক, শঙ্কর মহাদেবন, এহসান নুরানি, আশুতোষ গোয়ারিকর এবং সমীর কোচার সহ একাধিক বলিউড সেলিব্রিটি উপস্থিত ছিলেন এই দম্পতির বিবাহ অনুষ্ঠানে।
উল্লেখ্য, অন্যান্য বলি সেলেবদের মতোই নিজেদের বিবাহকে গোপন ও ছোট আকারের রেখেছিল এই দম্পতি। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, করোনা মহামারি কারণে বিয়ের ( Farhan Akhtar and Shibani Dandekar Wedding ) অনুষ্ঠান অল্প সংখ্যক মানুষের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান তিনি। এছাড়াও, নিজের গার্লফ্রেন্ড ও হবু বউ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, সে নাকি খুবই ভালো মেয়ে। এবং মনে প্রাণে তাঁকে ভীষণ ভাবেই ভালবাসেন ফারহান। বলা বাহুল্য, ফারহান ও শিবানী উভয়েই একে অপরকে পছন্দ করেই সাত পাকের বাঁধনে বদ্ধ হয়েছেন।
প্রসঙ্গত, ফারহানের অনুরাগীরা এই বিষয়ে যথেষ্ট জ্ঞাত যে, এটা ফারহানের ( Farhan Akhtar and Shibani Dandekar Wedding ) দ্বিতীয় বিবাহ। ২০১৭ সালে তাঁর প্রথম স্ত্রী অধুনার সঙ্গে বিচ্ছেদ করেন ফারহান। ২০০০ সালে তাঁরা বিবাহের বাঁধনে বেঁধেছিল। তারপর এক টানা ১৭ বছর। কিন্তু শেষ বছরে একে অপরের প্রতি আর ভালোবাসা না রাখতে পেরে বিচ্ছেদকেই পথ হিসাবে বেছে নেন উভয়ে। এরপর ২০১৮ সালে নতুন সম্পর্কে লিপ্ত হন ফারহান। বিনোদন মহলে ছড়িয়ে পড়ে ফারহান-শিবানীর প্রেমের গল্প। অবশেষে ২০১৮ সালে চলতে শুরু হওয়া গাড়ি চলতি বছরে বেছে নেয় এক নতুন পথ। নিজেদের প্রেমকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান উভয়েই।
আরও পড়ুন….Dadagiri: অসুস্থতা নাকি সবটাই নাটক! দেবাংশুর প্রশ্নে দাদাকে নিয়ে জল্পনা তুঙ্গে
উল্লেখ্য, দ্বিতীয় বিবাহের বাঁধনে নিজেকে বেঁধে নিলেও বর্তমানে ফারহান আখতারের দু’টি মেয়ে আছে একজন শাক্য ও অন্যজন আকিরা। এই পরিস্থিতি দ্বিতীয় বিবাহের মাঝে তাঁর দুই সন্তানের দায়িত্বভার কে নেবেন এই নিয়ে রয়েছে বেশ জল্পনা-কল্পনা।