দুই নায়িকার মাঝে পিসছেন বলিউডের সেরা অভিনেতা, আসছে নওয়াজের নতুন ছবি

বলিউড ইন্ডাস্ট্রিতে ( Bollywood Industry) অন্যতম সফল অভিনেত্রীদের মধ্যেই গণ্য করা হয় তাঁকে। জনপ্রিয় “মিমি” সিনেমার অভিনেত্রী কৃতি স্যানন ( Kriti Sanon) বলিউডের পরিচিত মুখ। এখনও পর্যন্ত বলিউডে নিজের জায়গা দিদি কৃতি স্যাননের মতোন পাকা পক্ত করতে না পারলেও, ইন্টারনেট জনতার মন চুরি করেছে এই অপ্সরা। সম্প্রতি বিনোদন জগতের আকাশে বাতাসে ভাসছে নতুন খবর। বলিউডে আসতে চলেছে নবাগতা অভিনেত্রী নুপুর স্যানন ( Nupur Sanon)। নুপুর তাঁর বলিউড যাত্রা শুরু করার জন্যে এক্কেবারে প্রস্তুত। প্রথম সুযোগেই বলিউডের বিখ্যাত এক তারকা অভিনেতার ( Nawazuddin Siddiqui) বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি। নেটিজেনদের মতে, ভবিষ্যতে বড়ো বড়ো অভিনেত্রীদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে নুপুর ( Nupur Sanon)। বলিউডে একবার জাঁকিয়ে বসতে পারলেই দীপিকা ( Deepika), আলিয়ার ( Alia) মতোন অভিনেত্রীদের এক্কেবারে ক্লিন বোল্ড করে দিতে পারে এই নবাগতা অভিনেত্রী।

Dadagiri: অসুস্থতা নাকি সবটাই নাটক! দেবাংশুর প্রশ্নে দাদাকে নিয়ে জল্পনা তুঙ্গে

Nawazuddin SiddiquiNawazuddin Siddiqui : নুপুর স্যানন – নওয়াজউদ্দিন সিদ্দিকী –

বোনের নতুন জীবন নিয়ে উৎসাহিত দিদি কৃতি স্যানন তাঁর নিজস্ব ইনস্টাগ্রাম প্রোফাইলে বোনের আসন্ন ছবি শেয়ার করেছেন তিনি। শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, “খুব খুব খুশি তোমার জন্য নুপস, একটা নতুন জার্নি শুরু হতে চলেছে, আমি জানি এটা কতটা স্পেশাল। অনেক বড়ো হও, এগিয়ে যাও, প্রতিটা মূহুর্ত উপভোগ করো। অনেক শুভ কামনা রইল “নুরানি চেহেরা” ( Noorani Chehra) টিমের জন্য”। বলিউডের খ্যাতনামা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর ( Nawazuddin Siddiqui) বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ করবেন নুপুর স্যানন। প্রথম ছবিতেই দিদিকে ভালো টেক্কা দিতে চলেছে বোন। কৃতি এখনও পর্যন্ত যে অভিনেতার সাথে অভিনয় করার সুযোগ পাননি, তাঁর বিপরীতেই অভিনয় করতে চলেছেন নুপুর ( Nupur Sanon)। তাই বোনের উদ্দেশ্যে কৃতি লিখেছেন, “তুমি একজন অন্যতম সেরা অভিনেতার সাথে কাজ করছ। যাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে আমি সবসময়ই চাই। তুমি সেরা শিক্ষাটা শিখতে পারবে ওঁনার থেকে।

Pushpa : মেকআপ করলেই আল্লু বলে উঠতেন ‘ঝুকেগা নেহি পুষ্পা’, জেনে নিন মেকআপ কথা

Nawazuddin SiddiquiNawazuddin Siddiqui : ইন্টারনেট দুনিয়ায় বেশ জনপ্রিয় নুপুর স্যানন –

ইন্টারনেট দুনিয়ায় বেশ পরিচিত মুখ তিনি। শুধু অভিনয় নয় তাঁর গানের গলাও যথেষ্ট সুন্দর। ইনস্টাগ্রামে ( Instagram) বেশ ফ্যান ফলোয়ার্সও ( Fan Follower’s) রয়েছে তাঁর। ইতিমধ্যেই প্রশান্ত সিংহ, মুকেশ ছাবড়া, অভিষেক পান্ডের সাথে অভিনয়ের ওয়ার্কশপে অংশ নিয়েছিলেন তিনি। তাই নবাগতা বলেই যে তাঁর অভিনয় কাঁচা হবে সেটা ভাবার কোনো কারণ নেই। ইংরেজি সাহিত্যের মেধাবী ছাত্রী নুপুরের অভিনয় আর গান ছাড়াও ভাষার ওপর বিশেষ আগ্রহ রয়েছে। হিন্দি, ইংরেজি ভাষা ছাড়াও তিনি জার্মান ভাষা বলতে পারেন। তাছাড়াও খেলা ধুলোর প্রতিও তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। সাঁতার কাটতে তিনি খুব পছন্দ করেন। এছাড়াও ছবি তুলতে, বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেড়াতে পছন্দ করেন নুপুর। ইউরোপীয় শহরগুলির মধ্যে রোম নুপুরের ( Nupur Sanon) খুব পছন্দের একটি জায়গা।




Leave a Reply

Back to top button