Popular Bengali Serial : এবার সিনেমা চুরির অভিযোগ উঠছে মিঠাইয়ের বিরুদ্ধে , ক্রমশ কমছে টিআরপি

প্রিয়া ধর, টিবিসি নিউজ ডেস্ক : বর্তমানে বাংলার জনপ্রিয় ধারাবাহিকের ( Popular Bengali Serial ) কথা উঠলে শুরুতেই এখন মিঠাইয়ের ( Mithai ) কথা উঠে আসে। সিরিয়াল থেকে একেবারে পাশের বাড়ির মেয়েতে পরিণত হতে বেশি সময় লাগেনি এই সিরিয়ালের । শুরু থেকেই দর্শকদের মনে ও প্রানে জায়গা করে নিয়েছে মিঠাই। জনপ্রিয় এই ধারাবাহিকে চলছে এখন প্রেম দিবসের উদযাপন। জমে উঠেছে মিঠাই ও সিদ্ধর্থর প্রেম(Mithai and Siddhartha’s love) পর্ব। দুজনেই পাড়ি জমিয়েছে পাহাড়ে সঙ্গে আছে দাদু দিদা । তবে হাঁ সেখানে গিয়েও থেমে নেই তাদের মিষ্টি মধুর খুনসুটি । সঙ্গে জমে উঠেছে দাদু ঠাম্মার ভালোবাসার রসায়ন । গল্পের গতি বেশ ভালোই এগোচ্ছিল। হঠাৎ মাঝপথেই ছন্দপতন । দর্শকদের একাংশের দাবি যে , মিঠাই ( Mithai ) গল্পের মান ক্রমশ নিম্মমুখি। দিন দিন ধারাবাহিকের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে।

নাটক নির্মাতারা নতুন মোড় এনে ধারাবাহিকের উৎকর্ষতা বাড়ানোর চেষ্টা করলেও নেতিজেনরা সিনেমার গল্প চুরির অভিযোগ এনেছে মিঠাইয়ের ( Mithai )  বিরুদ্ধে। তাদের মত দেব ও পরাণ বন্দোপাধ্যায় অভিনীত সুপারহিট সিনেমা ” টনিক ” এর সাথে মিল রয়েছে মিঠাইয়ের অনেক অংশের । ” টনিক ” সিনেমার অনেক দৃশ্যের সঙ্গে মিঠাইয়ের দাদাই ঠাম্মির রসায়নের বেশ মিল রয়েছে বলে অভিযোগ করেছে নেতিজেনরা।

আরও  পড়ুন ………Actress Kareena Kapoor : ঘরের মেঝেতেই হামাগুড়ি একরত্তির, জেহ-র জন্মদিনে দুই ভাইয়ের ছবি পোস্ট করিনা।

একসময়য় সবার শীর্ষে থাকা মিঠাই এখন পছন্দের তালিকা থেকে বাদ পরতে চলেছে । দর্শকদের মতে , ধারাবাহিকের শুরুতে যে উন্মাদনা ও আগ্রহ ছিল এখন দুর্বল চিত্রনাট্যের কারণে মিঠাইয়ের প্রতি সেই আগ্রহ আর নেই । নাট্য নির্মাতারা দর্শকদের পর্দার সামনে ধরে রাখার সর্বপ্রকার চেষ্টা করলেও সবই প্রায়ই ব্যার্থ।বেশ কয়েক সপ্তাহ আগেও টিআরপি তালিকায় পিছিয়ে পরেছিল মিঠাই ( Mithai )। তবে আবারও শীর্ষে উঠে আসার জন্য নাট্য নির্মাতা সাম্প্রতিকতম পর্বে মিঠাই ও উচ্ছে বাবুর প্রেম পর্ব পরিবেশন করছে । এখন অপেক্ষা দর্শকরা কি প্রতিক্রিয়া দেবেন।




Leave a Reply

Back to top button