Gossips : প্রতিভাবান তাই আজও ব্রাত্য, স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন কনীনিকা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে শুরু হয়েছিল এক নয়া বিতর্ক ” নেপোটিজম ” ( Gossips ) । এই বিতর্ক অবশ্য কেবলমাত্র বলিউডেই থেমে ছিল না । টলিউডেও ( Tollywood ) এই আঁচ পড়েছে । টলিউড ইন্ডাস্ট্রিতে অনেকেই স্বজনপোষণের ( Gossips ) বিরুদ্ধে অনেকেই মন্তব্য করেছেন । এই বিতর্কে আবারও ঘৃতাহুতি দিলেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি ( Koneenica Banerjee ) । সম্প্রতি স্বজনপোষণ ( Gossips ) ও ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ কুটকাচালি নিয়ে নিজের বক্তব্য রাখলেন এক নামজাদা পত্রিকায় । তবে বিতর্ক এখানেই শেষ নয় । কনীনিকা ব্যানার্জির বক্তব্যের পর পর শুরু হয় আরেক বিতর্ক । বিতর্কের সুত্রপাত শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra ) সবার প্রথম টলিউডে স্বজনপোষণের ( Gossips ) বিরুদ্ধে সরব হয়েছিলেন । আর এতেই কার্যত দুই অভিনেত্রীর মধ্যে সংঘাতের সৃষ্টি ।
আরও পড়ুন……মৃত্যুর পরও নিজ দায়িত্ব থেকে অনড়, রোগীকে অঙ্গ দান করে গেলেন এই নার্স
অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি ( Koneenica Banerjee) পত্রিকার সাক্ষাৎকারে জানান যে , টলিউডের বেশ কয়েকজন পরিচালক ও প্রযোজকদের সাথে অভিনেত্রীর অনেক ঝামেলা ও মনমালিন্য হয়েছে । অনেকের সাথেই সম্পর্কের অবনতি ঘটেছে । নাম প্রকাশ না করেই জানান , ” এসব নিয়ে কথা না বাড়ানোই ভালো । তাঁরা প্রত্যেকেই খুব শক্তিশালি ব্যাক্তি । আমায় তো করে কম্মে খেতে হবে ” । সাম্প্রতিকতম এই সাক্ষাৎকারে নিজের সমস্থ ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী । প্রকাশ্যে নিয়ে আসলেন নিজের অভিজ্ঞতা।
অভিনেত্রীর এই সাক্ষাৎকারের পরেই শ্রীলেখা মিত্র পাল্টা আক্রমণ করে পত্রিকায় বক্তব্য পেশ করেন ” কিছুদিন আগে আমিও একই ধরনের অভিযোগ করেছিলাম । তবে সম্ভবত কনীনিকা তখন আমার বিপক্ষে কথা বলে । দাবি করে টলিউডে স্বজনপোষণ ( Gossips ) নেই “। তবে শ্রীলেখা মিত্রের এই বক্তব্যকে সমর্থন করেননি কনীনিকা । তিনি এর উত্তরে আনন্দবাজার পত্রিকাকে জানান , ” শ্রীলেখাদি ” সম্ভবত ” কথাটি ব্যবহার করেছেন । তার মানে তিনি নিজেও নিশ্চিত নন । আমি ওঁর বিপক্ষেও দাড়ায়নি । টলিউডের স্বজনপোষণ প্রসঙ্গে ওঁর মুখ খোলা নিয়েও কোনও মন্তব্য করিনি । স্বজনপোষণ বা প্রিয়পাত্রের উপর আস্থার উদাহারণ কোথায় নেই ! সর্বত্রই আছে । টলিউডেও আছে । কিন্তু শ্রীলেখাদি যথেষ্ট ভালো অভিনেত্রী । স্বজনপোষণ ( Gossips ) বা অন্য কোনো কারণে উনি যদি টলিউডে এক বা একাধিক কাজ হারিয়েও থাকেন , তাতে ওঁর কোনও ক্ষতি হবে না । ওনার অভিনয় দক্ষতার কারণেই দর্শক ওনাকে মনে রাখেবন।”
আরও পড়ুন……খাদ থেকে হাতি উদ্ধারে হাতিয়ার আর্কিমিডিস সূত্র, মেদিনীপুরের ঘটনায় আপ্লুত নেটনাগরিকরা
বেশকিছু সময় ধরেই কনীনিকাকে ধারাবাহিকে দেখা গিয়েছে । তবে বড় পর্দায়ও সমানতালে তিনি নিজের কাজ প্রদর্শন করেছেন । যতই স্বজনপোষণের ( Gossips ) মত বিতর্ক থাকুক না কেন , নিজের প্রতিভা ও দক্ষতা দিয়ে বরাবরই দর্শকদের পছন্দের তালিকায় থাকছেন এই অভিনেত্রী। ” অন্দরমহল ” , ” কখনও মেঘ কখনও বৃষ্টি ” এর মত জনপ্রিয় ধারাবাহিকেও তিনি মুখ্য চরিত্রে কাজ করেছিলেন । এছাড়াও তার ঝুলিতে রয়েছে , ” হামি ” , ” মুখার্জী দার বউ ” এর মত ব্লকবাস্টার সিনেমা । বর্তমানে স্টার জলসায় সম্প্রচারিত ” আয় তবে সহচরী ” নামক ধারাবাহিকে ” সহচরী ” চরিত্রে কাজ করছেন এই অভিনেত্রী । দীর্ঘ বিরতির পর আবারও স্বমহিমায় ফিরলেন অভিনেত্রী।