বিচ্ছেদ ভুলে ফের একসঙ্গে প্রাক্তন জুটি ! বিপননী সংস্থার প্রচারে আবারও ঘনিষ্ঠ দেবলীনা-তথাগত

টলিপাড়ায় বেশ পরিচিত ও গুঞ্জন শোনা যায় এই জুটিকে নিয়ে । পেশাগত জীবনের থেকেও ব্যক্তিগত জীবন নিয়ে তারা বেশিই চর্চিত । আর কেউ নয় এই জুটি এনারা হলেন দেবলীনা ও তথাগত । দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছে এই জুটি । গত বছরের শেষে এই খবর প্রকাশ্যে আসতেই চমকে যায় নেটিজেনরা । তাদের প্রেম ও লিভিং নিয়ে কম চর্চা হয়নি টলিপাড়ায় । টলিপাড়ার ( Tollywood ) হিট ও আদর্শ জুটি হিসেবে পরিচিত ছিল তথাগত ( Tathagata Mukherjee ) দেবলীনা ( Deblina Dutta ) । কানাঘুষোয় শোনা যায় তৃতীয় ব্যক্তির আগমনেই সম্পর্কের ফাটল ঘটেছে । এই ঘটনার ফল বিচ্ছেদ অবধি গড়ায় । টলিপাড়ায় ছড়িয়ে পড়ে তথাগতর ‘ ভটভটি ‘ ছবির নায়িকা বিবৃতি চট্টোপাধ্যায় নাকি এই বিচ্ছেদের মুল কারণ । নেতিজেনদের মতে তথাগত নাকি বিবৃতি চট্টোপাধ্যায়ের সাথে নতুন সংসার পেতেছেন । আট বছর লিভিং করার পর সম্পর্কের এই বিচ্ছেদ মেনে নিতে পারছেন না অনেকেই । এর জন্য বহু সমলোচনার মুখেও পড়তে হয়েছে এই বিচ্ছিন্না জুটিকে ( Tathagata Mukherjee , Deblina Dutta )। কিন্তু বিষয় এখন অন্য । বিচ্ছেদের মাস কয়েক যেতে না যেতেই নব দম্পতি ( love affair ) বেশে হাজির হলেন এই জুটি । প্রশ্ন এখন , তবে কি ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগল ? তাহলে কি আবারও এক হতে চলেছে এই জুটি ?
আরও পড়ুন………Papaya skin care : পেঁপে খেতে মন্দ, বার করুন এই ধন্ধ! জেনে নিন আপনার ত্বকে পেপের উপকারিতা
বিষয়টা একটু অন্য । বুধবার শহরের এক পোশাক বিপণী সংস্থার হয়ে একসঙ্গে প্রচার সারলেন দেবলীনা-তথাগত ( Tathagata Mukherjee, Deblina Dutta ) । সেখানেই একসঙ্গে আবারও পুরনো মেজাজে পাওয়া গেল এই প্রাক্তন জুটিকে । দেবলীনার পরনে ছিল বেনারসি লেহেঙ্গা । সঙ্গে ছিল চওড়া সিঁদুর ও গা ভর্তি গহনা । অন্যদিকে তথাগতকে দেখা গেল নতুন বরের বেশে । তথাগতকে দেখেই বেশ আপ্লুত ও মুগ্ধ দেবলীনা । বিচ্ছেদ ভুলে তাই প্রশংসাও করলেন চওড়া হেসে । প্রাক্তন স্ত্রীর প্রশংসা করা থেকে নিজেকে বিরত রাখতে পারলেন না তথাগত । দুজনেই বেশ খোশ মেজাজে ছিলেন ।
দুজনকে বিচ্ছেদের পর একসাথে দেখে কৌতূহলী হয়ে উঠেছে নেটিজেনরা। এখনই বোঝা যাচ্ছে না এই জুটির রিলেশনশিপ স্ট্যাটাস কি ? তারা কি তাহলে আবার এক হচ্ছে ? এই প্রশ্নের উত্তর পাওয়া আপাতত কঠিন । সম্পর্কের কথা বরাবরই এড়িয়ে চলছে এই জুটি । বেশ ঠাণ্ডা মাথায় পাশ কাটছে এই প্রাক্তন জুটি । একসময় এদের প্রেম কাহিনী ছিল টলিপাড়ার অন্দরের বহুল চর্চিত খবর । আকার ইঙ্গিতে বোঝা না গেলেও আবারও তারা এক হতে পারে এমন সম্ভাবনা কিন্তু একেবারে নেই সেটা বলা ভুল ।
আরও পড়ুন……..Dilip Ghosh: কাঁচা বাঁশ কেটে রেখেছে বিজেপি, হুমকি বিজেপি নেতার
শোনা যায় দেবলীনা-বিবৃতির মধ্যে ঠাণ্ডা লড়াইয় শুরু হয়েছিল। এই খবর সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা দেখেছে । অবশ্য এই ব্যাপারে কোনো পক্ষই মুখ খোলেননি । কেউ কোনও মন্তব্য প্রকাশ করেননি । বিচ্ছেদ হলেও বিভিন্ন সময় তারা এক হওয়ার সম্ভবনাকে উস্কে দিয়েছেন । বুধবারের ঘটনা এই জল্পনাকে আবারও উস্কে দিল ।