পুতিনের ‘ সিক্রেট গার্লফ্রেন্ড ‘ অ্যালিনা কাবায়েভা ‘ , এই নামের পেছনে রয়েছে বিপুল রহস্য

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ( President Vladimir Putin ) , এটি কোনও সাধারণ নাম নয় । এই নামের অন্তরালে রয়েছে বহু বিতর্ক ও সমলোচনা । রাজনৈতিক ক্ষেত্র থেকে নারীঘটিত সব রকম বিতর্ক ও স্ক্যাণ্ডাল জড়িয়ে আছে এই রাষ্ট্রনেতার সাথে । বয়স ৭০ হলেও যৌবনের স্পর্শকাতরতা এখনও বিন্দুমাত্র কমেনি । রাজনীতির পাশাপাশি কতবার প্রেমে পড়েছেন , প্রেম জীবন কতটা বর্ণীল এই নিয়ে সকলেরই কৌতূহল রয়েছে । রাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদ হিসাবে পুতিন ( President Vladimir Putin ) যতটা রঙ্গিন ও সমলোচিত তার থেকেও বেশি চর্চিত তার নারীঘটিত কর্মকাণ্ডের জন্য । তার প্রেম , প্রণয় , যৌন জীবন নিয়ে সর্বদাই নানান গল্প শোনা যায় ( President Vladimir Putin ) ।
আরও পড়ুন………এবার অসমবয়সী প্রেমে মজেছেন কৌশিক সেন ! আসছে নতুন মেগা স্টার জলসায়
সম্প্রতি তার বর্তমান প্রেমিকাকে নিয়ে বেশ গুঞ্জন শোনা যায় । জানা গেছে এক দশকের বেশি সময় ধরে অ্যালিনা কাবায়েভার ( Alina Kabaeva ) সাথে পুতিন প্রেমের সম্পর্কে রয়েছে । লাস্যময়ী এই নারী পেশায় একজন ক্রীড়াবিদ । ৩৬ বছর বয়সী অ্যালিনা কাবায়েভার ( Alina Kabaeva ) গোটা বিশ্বে অলিম্পিয়ান হিসাবেও যথেষ্ট সুখ্যতি ্রলাভ করেছে । তিনি পুতিনের যৌনসঙ্গি বলেও জানা গেছে । পুতিন ও অ্যালিনা কাবায়েভার দুই সন্তান রয়েছে বলেও ধারণা করা হয় ।
ক্রীড়াবিদ হিসাবে খ্যাতির পাশাপাশি অ্যালিনা কাবায়েভার একজন রাশিয়ান রাজনীতিবিদ । রাজনিতিতেও তার যথেষ্ট ভূমিকা রয়েছে । অ্যালিনা কাবায়েভার জন্ম ১৯৮৩ সালের ১২ মে । এরপর সোভিয়েত ইউনিয়নেই তিনি বেড়ে ওঠেন । তারপরই ক্রীড়া জগতে তার পদচালনা শুরু । তার বাবা মারাত কাবায়েভ ছিলেন একজন পেশাদার ফুটবল খেলোয়াড় । বাবার পদাঙ্ক অনুসরণ করেই তিনি খেলার জগতে প্রবেশ করেন ।
আরও পড়ুন………Urfi Javed:বি টাউন জুড়ে কেবলই যৌনতার খেল, জনসমক্ষে কাস্টিং ডাইরেক্টরের মুখোশ খুললেন উর্ফি জাভেদ
জানা যায় ২০০৮ সালেই প্রথম ৬৯ বছর বয়সী পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে অ্যালিনার । দীর্ঘদিন ধরেই তারা লিভ ইন করেন । পাপারাৎজিদের ক্যামেয়ার বহুবার তারা ঘনিষ্ঠ অবস্তায় ধরা পড়ে । তাদের সম্পর্ক গাড় হতেই পুতিন তার স্ত্রী লিউডমিলাকে ডিভোর্স দিয়ে দেন । বিষয়টি যথেষ্ট শোরগোল ফেলে দেয় । পুতিন ( President Vladimir Putin ) ও কাবায়েভকে নিয়ে অনেক গুঞ্জন শোনা যায় । পুতিন ও তার প্রেমিকা নাকি বিয়ে করেছেন চুপিসারে এই রকম খবরও বহুবার প্রকাশ্যে এসছে ।