সমস্ত প্রতিকূলতাকে পেছনে ফেলে আজ তিনি সবচেয়ে গ্রহণযোগ্য, বলিউডের অন্যতম সফল অভিনেতা অন্নু কাপুর

তাঁর একই অঙ্গে বহুরুপ । একাধারে তিনি অভিনেতা , সঞ্চালক , রেডিও জকি ও সবথেকে বড় পরিচয় কমেডিয়ান । বলিউডের অন্যতম গ্রহণযোগ্য ও ডিমান্ডিং পার্সনও বলা হয় তাকে । তিনি আর কেউ নয় সর্বগুনসম্পন্ন অভিনেতা অন্নু কাপুর (Annu Kapoor) । তাঁর জন্য কোনও বিশেষণই যথেষ্ট নয় । কেন যথেষ্ট নয় সে কথা আমাদের হয়ত জানা আছে । অন্নু কাপুরের মত এনারজেটিক অভিনেতা বলিউডে খুব কম আছে বলা চলে । সিরিয়াস চরিত্রেও যেমন নিজেকে ফুটিয়ে তোলেন তেমনই আবার সিরিয়াস চরিত্রেও তিনি সাবলীল । তাঁর অভিনয়ের দক্ষতা ও কৌশল এক কথায় অতুলনীয় । কোনও নামজাদা হিরোর থেকে কম যান না অন্নু কাপুর (Annu Kapoor) ।
আরও পড়ুন ………… “ছেলের জন্য ভীষণ চিন্তা হচ্ছে!” রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চিন্তার মেঘ এনেছে বাংলার মণ্ডল পরিবারে
যতটা সহজভাবে তিনি (Annu Kapoor) নিজেকে ফুটিয়ে তোলেন সেরকম সহজ যাত্রাপথ তিনি পেরিয়ে আসেননি । মধ্যপ্রদেশে জন্ম নেওয়া কিশোর অন্নু কাপুরকে (Annu Kapoor) এই অর্জন লাভ করার জন্য প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে । দুচোখে হিরো হওয়ার বাসনা নিয়ে বাড়ি ছেরে মুম্বাই আসেন । সম্বল বলতে পকেটে ৪১৯ টাকা । সেই যে শুরু তারপর থেকে অক্লান্ত পরিশ্রম করে গেছেন এই অভিনেতা (Annu Kapoor) । বিফল হননি । হাল ছাড়েননি কখনও । সফলতাও এই পরিশ্রমী মানুষটাকে নিরাশ করেননি । ধরা দিয়েছে অবশেষে ।
দেখতে দেখতে ৩৮ টা বছর তিনি ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন । পেছনে তাকালে জার্নিটা স্পষ্ট দেখা যায় মসৃণ নয় বরং কঠিন কাঁটা তার দিয়ে ধীরে ধীরে তিনি উপরে উঠেছেন । ২০ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে মধ্যপ্রদেশে জন্মগ্রহন করেন অন্নু কাপুর (Annu Kapoor) । বাবা ছিলেন একজন সামান্য রঙ্গমঞ্চ অভিনেতা । মা ছিলেন ক্লাসিক্যাল ঘরানার নৃত্যশিল্পী । ছোট থেকেই অভিনয়ের প্রতি তাঁর ছিল প্রবল আগ্রহ । সেই আগ্রহকে তিনি ভুলে যাননি । ছোট থেকে পড়াশুনোয় যথেষ্ট মনযোগী ছিলেন তিনি । একসময়য় আইএস হতে চেয়েছিলেন । পরবর্তীতে তিনি অভিনয়কে ভালোবেসে ভর্তি হন ন্যাশানাল স্কুল অফ ড্রামায় । সেখান থেকেই জার্নি শুরু । এক সময় নিজের পেট চালানোর জন্য চা থেকে শুরু করে ফাস্টফুডের দোকানও চালিয়েছিলেন ।
আরও পড়ুন ……….. Jeans Tips : জিন্স পরে মোটা দেখাচ্ছে? ছোট ভুলেই বিগড়ে যাবে লুক, জেনে নিন জিন্স পরিধানের টিপস
পরবর্তীতে মুম্বাইয়ে আসার পর শ্যাম বেনেগলের ‘ মাণ্ডি ‘ ছবিতে সুযোগ পান । এরপর থেকে পেছনে তাকাতে হয়নি । ক্রমশ সামনে এগিয়ে গেছেন এই তুখোড় অভিনেতা (Annu Kapoor) । এরপর ‘ মশাল ‘ , ‘ চামেলি কি শাদি ‘ ছবিতেও তিনি দুর্দান্ত অভিনয় করেন । তবে বেশিরভাগেই তিনি সাইড রোল প্লে করেছিলেন । অনেক লড়াই ও পরিশ্রমের পরে তিনি আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন (Annu Kapoor) । এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে ছবির সংখ্যা ১০০ টিরও বেশি । এখনও পর্যন্ত তরুন ও নবীন প্রজন্মের কাছে তাঁর অভিনয়ের কদর রয়েছে।