বদলে গেল ‘ মিঠাই ‘ ! তাহলে কে হতে চলেছে নতুন ‘ মিঠাই ‘

কিছুদিন আগেই শোনা যাচ্ছিল ‘ মিঠাই ‘ ( Mithai ) সিরিয়ালের মান ক্রমশ নিম্মমুখী । দর্শকরা আগের মত করে ‘ মিঠাই ‘ ( Mithai ) এর প্রতি আগ্রহী নয় । গল্পের মোড় যতই ঘুরছে দর্শকরা ততই বিরক্ত হয়ে পড়ছে । নেটিজেনরা গল্প চুরিরও অভিযোগ এনেছে এই সিরিয়ালের বিরুদ্ধে । তবে হঠাৎ করেই একটা নতুন বিষয় দর্শকদের চোখে পড়েছে । দর্শকদের অবাক করে দিয়েই হঠাৎ করে বদলে গেল মিঠাইয়ের মুখ । এত মিঠাই ( Mithai ) নয় ! সৌমিতৃষার ( Soumitrisha Kundu ) বদলে নতুন মিঠাই রুপে হাজির হতে চলেছে অভিনেত্রী দেবত্তমা সাহা । দর্শকরা বেশ চমকিত । হঠাৎ করে এই বদল কিসের জন্য তা নিয়েই শুরু হয়েছে জল্পনা । মিঠাই ( Mithai ) ভক্তরাও অপেক্ষায় আছে বিষয়টি জানার জন্য ।
আরও পড়ুন……………বয়স যখন ঠিক চল্লিশ, যত্নও চাই সঠিক
আসল ব্যাপারটা অন্য । চিন্তার কোনও কারণই নেই । প্রিয় মিঠাই কোথায় যাচ্ছে না । বরং আরেকটি নতুন মিঠাই আসতে চলেছে । হাঁ , একদম তাই । সামাজিক মাধ্যমে নতুন মিঠাইয়ের যে ভিডিওটি দেখা যাচ্ছে তা সেখানেই স্পষ্ট দেখা যাচ্ছে জি টিভির ( Zeetv ) লোগো । জি টিভিতে ( Zeetv ) আসতে চলেছে নতুন ‘ মিঠাই ‘ । আর এর প্রচারের উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দেখা গিয়েছে । এটি আসলে ‘ মিঠাইয়ের ‘ হিন্দি রিমেক ।
রোজ বিকেলেই বাংলার ঘরে ঘরে ঢুকে পড়ে মিঠাই । মিঠাইয়ের জনপ্রিয়তা কেবল বাংলাতেই নয় মিঠাই এখন হিন্দিভাষীদের কাছেও সমান প্রিয় । বাংলার মিঠাইকে কেউ সরিয়ে দেয়নি বরং বাংলার মিঠাইয়ের টানেই হিন্দি মিঠাইয়ের সূচনা । শুধু হিন্দিতে থেমে থাকেনি তামিল ভাষাতেও মিঠাইয়ের যাত্রা শুরু হয়ে গেছে ইতিমধ্যে । তামিল ভাষায় মিঠাইয়ের নাম ‘ নিনাইথালে ইল্লিকুম ‘ । তবে প্রসঙ্গক্রমে বলা চলে বাংলার মিঠাইকে টেক্কা দেওয়া চারটিখানি কথা নয় ।
আরও পড়ুন……….বিচ্ছেদ ভুলে ফের একসঙ্গে প্রাক্তন জুটি ! বিপননী সংস্থার প্রচারে আবারও ঘনিষ্ঠ দেবলীনা-তথাগত
মিঠাইয়ের হিন্দি ভার্সনে অভিনয় করছে দেবত্তমা সাহা ( DEBATTAMA SAHA ) । তিনি খুব পরিচিত মুখ । বাংলাতে মিঠাইয়ের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া । কিছুদিন আগে মান কমে যাওয়ায় পরিচালক পুনরায় গল্পে টুইস্ট এনেছেন । এখন দেখার পালা জনপ্রিয়তার দিক থেকে কোন মিঠাই এগিয়ে গিয়েছে ।