ফের বাজাল বিয়ের সানাই, রাজকীয় সাজে আম্বানি পরিবার, বিয়ের পিঁড়িতে বসছে কে

রাখী পোদ্দার, কলকাতা : ধুমধাম করে ফের বিয়ের সানাই বেজে উঠল আম্বানি পরিবারে। এদিন রবিবার সাত পাকে বাঁধা পড়লেন অনিল আম্বানি পুত্র ( Anil Ambani’s son) জয় আনমোল আম্বানি ( Jai Anmol Ambani)। তাঁদের বিয়ের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। আর হবেই বা না কেন? আম্বানি পরিবারের ছেলের বিয়ে বলে কথা। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের নামকরা তারকারাও। ব্যবসায়ী মহল তো বটেই, এছাড়াও সারা বিশ্বেও এই যুগলের বিয়ের সংবাদ এখন হয়ে উঠেছে শিরোনাম। গত বছরের ডিসেম্বর মাসেই বাগদান পর্ব ( Engagement Ceremony) সেরে নিয়েছিল এই যুগল। সেই অনুষ্ঠান পর্ব ঘনিষ্ঠ বন্ধু মহল এবং পরিবার পরিজনদের মাঝে মেটানো হলেও, এই যুগলের বিবাহ নজর কেড়েছে সারা বিশ্বের। তবে সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্নটি সবচেয়ে বেশি এখন রয়েছে চর্চায়, তা হল কে এই কৃষ্ণা শাহ ( Krishna Shah)। যিনি কিনা আম্বানি পরিবারে পুত্রবধূ হলেন। আসুন জেনে নেওয়া যাক কে এই কৃষ্ণা শাহ?
বদলে গেল ‘ মিঠাই ‘ ! তাহলে কে হতে চলেছে নতুন ‘ মিঠাই ‘
বয়স যখন ঠিক চল্লিশ, যত্নও চাই সঠিক
বিয়েতে আনমোলকে ( Jai Anmol Ambani) দেখা গিয়েছিল একটি হালকা ধূসর রঙের শেরওয়ানিতে বিয়ের সাজে। অন্যদিকে, একটি লাল রঙের লেহেঙ্গাতে অনবদ্য লাগছিল কৃষ্ণা শাহকে ( Krishna Shah)। দু’জনকেই যথেষ্ট আকর্ষণীয় দেখাচ্ছিল। তাঁদের এই ছবি নজর কেড়েছে সকলেরই। আর কাড়বেই বা না কেন? এ যে এক্কেবারে ব্যবসায়িক রাজযোটক। অনিলের আম্বানির বড় ছেলে জয় আনমোল আম্বানির ( Jai Anmol Ambani) সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্ব কৃষ্ণার। মুম্বাইয়েই ( Mumbai) জন্ম এবং বড়ো হয়ে উঠা কৃষ্ণার। তবে আম্বানি পরিবারের মতোই তাঁর ব্যাকগ্ৰাউন্ডও কম কিছু আকর্ষণীয় নয়। তিনি একজন সমাজকর্মী, যিনি কোনো রকম কোনো প্রচারের আলোয় না এসে নিজের কাজ করে যাচ্ছেন। কৃষ্ণা শাহ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ( University of California) থেকে নিজের গ্রাজুয়েশন ( Graduation) সম্পন্ন করার পর, আরও পড়াশোনার জন্য তিনি ভর্তি হন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ( London School of Economics)। সেখান থেকে সোশ্যাল পলিসি অ্যান্ড ডেভলপমেন্টে একটি ডিগ্রি পান তিনি। পড়াশোনার পর অ্যাকসেনচার নামের একটি বহুজাতিক সংস্থার ব্রিটেন শাখায় কিছুদিন কাজ করার পর, নিজের দেশে কাজ করার উদ্দেশ্যে ফিরে আসেন ভারতে।
কামাথিপুরার শেরণী আলিয়া , এ যেন এক নয়া অবতার
এছাড়াও করোনা ( Corona) কালে মানুষ মানসিক দিক থেকে যেভাবে ভেঙে পড়েছে তার জন্য কৃষ্ণা নিজের উদ্যোগে একটি সংস্থাও গঠন করে। এছাড়াও কৃষ্ণা শাহ আম্বানি “ডাইসকো” ( Dysco) নামে একটি সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানি তৈরি করেছিলেন। তিনি তাঁর সংস্থা সম্পর্কে জানিয়েছেন, আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ক্ষেত্রে সংযোগ করা ছাড়াও সৃজনশীল কাজের সাথেও জড়িত এই সংস্থা।