Godhuli Alaap : অসম প্রেমের নামে অসভ্যতা! বিতর্কের মাঝেই মুখ খুললেন কৌশিক সেন

রিমা শিয়ালী, কলকাতা: থিয়েটারের মঞ্চেই হোক কিংবা সিনেমার পর্দা, কৌশিক সেন ( Kaushik Sen ) এর অভিনয়ের কোন তুলনাই হয়না। গোটা জীবন ধরে বাংলার বিনোদন জগতকে নিজের অভিনয়ের মধ্য দিয়ে তিনি অনেক কিছু উপহার দিয়েছেন। বিভিন্ন সময় ছোট-বড় বিভিন্ন পর্দায় কাজ করেছেন কৌশিক সেন। সম্প্রতি ছোটপর্দার একটি ধারাবাহিকে ( bengali Serial ) কাজ করছেন তিনি। ধারাবাহিকের নাম ‘গোধূলি আলাপ’ ( Godhuli Alaap ) ধারাবাহিকটিতে মাঝবয়সি এক আইনজীবী অরিন্দমের চরিত্রে অভিনয় করবেন তিনি।রাজ চক্রবর্তী ( Raj chakroborty ) পরিচালিতএই ধারাবাহিকে তুলে ধরা হবে অসমবয়সি প্রেম। ধারাবাহিকে কৌশিকের বিপরীতে নোলকের চরিত্রে অভিনয় করছেন তাঁরই হাঁটুর বয়সি নায়িকা। তবে অন স্ক্রিনে তাদের এই অসমবয়সী প্রেমের রসায়ন কী ফুটে উঠবে? এসব নিয়ে ইতিমধ্যেই উঠে এসেছে বিভিন্ন প্রশ্ন। অবশেষে উঠে আসা এসব মন্তব্যের জবাব দেন স্বয়ং কৌশিক সেন।

চরিত্রটিতে একটি লড়াইয়ের স্পিরিট আছে

রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপ’ নিয়ে একটি সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে কৌশিক সেন জানান ধারাবাহিকের বিষয়বস্তু জানতে পেরে তিনি উৎসাহী হয়েছিলেন। ধারাবাহিকে অরিন্দম একজন আইনজীবী, যার একটি প্রতিবাদী স্পিরিট আছে। আর সেই লড়াইয়ের স্পিরিটই তার খুব পছন্দ হয়েছে।

কি মন্তব্য দর্শক মন্ডলীর?

এরূপ অসম বিবাহ নিয়ে পূর্বেও বহু ছবি প্রকাশিত হয়েছে যার মধ্যে অন্যতম ছিল উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত ‘বিকেলে ভোরের ফুল’। ছবিটিতে উত্তমকুমারকে প্রৌঢ় একটি চরিত্রে দেখা গিয়েছিল এবং সেই তুলনায় সুচিত্রা সেন ছিল এক যুবতীর ভূমিকায়। তবে তখনকার দিনে দাঁড়িয়ে উত্তম সুচিত্রার সেই জুটি সমাজ মেনে নিলেও এযুগের অনেকেই ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকের অসম বিবাহকে মেনে নিতে পারছেন না। ফলস্বরূপ অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে কৌশিক সেনকে।

আরও পড়ুন:রুশ বিপ্লবের সঙ্গে মিশে গিয়েছে বাংলার গল্প, যুদ্ধ আবহে এই অচেনা বাঙালির জীবন যুদ্ধের কথা জেনে নিন

সমালোচনার কি জবাব দিয়েছেন কৌশিক?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৌশিক ধারাবাহিকটির ঝুঁকির প্রসঙ্গে জানিয়েছেন। দীর্ঘ ১০-১২ বছর পর কোনো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।আর ধারাবাহিকটিতে এক হাঁটুর বয়সির সঙ্গে প্রেমের বিষয়টিকেই কৌশিক ঝুঁকি বলে আখ্যা দিয়েছেন। তার মতে একটি বাচ্চা মেয়ে কাকুর বয়সি একটি লোকের সাথে বিয়ে করছে এটা এখনকার যুগের কিছু দর্শকের মতের বিরুদ্ধে যেতে পারে।তারা মনে করতে পারেন এটা কী ধরনের অসভ্যতা। এমনকি তার পরিচিতদের মধ্যেই কেউ এরূপ মন্তব্য করেছেন যা কৌশিকের কানে এসেছে।তবে বেশিরভাগ মানুষেরই ধারাবাহিকের বিষয়বস্তুটি খুবই ভালো লেগেছে এবং এটাই একটা বিশাল ইতিবাচক সংকেত বলে কৌশিক সেন মনে করেছেন।

আরও পড়ুন:Sandhya Mukhopadhyay: মহিলা পুরহিতের হাতেই হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠান, তবে কি এমনটা চেয়ে গিয়েছেন তিনি




Leave a Reply

Back to top button