‘ পুষ্পা: দ্য রাইজ ‘ এর ‘ শ্রীভল্লবি ‘ গেয়ে তাক লাগালেন বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী ঊষা উত্থুপ

‘ পুষ্পারাজ…… ম্যায় ঝুকেগা নেহি ‘ ( Pushpa: The Rise – Part 1 ) এই ডায়ালগে এখন আট থেকে আশি সকলের মুখে মুখে । সারা দেশ এখন কাঁপছে পুষ্পা ঝড়ে । বক্স অফিসেও দুর্দান্ত সাফল্য এনেছে এই ছবি । এই ছবির মূল ইউএসপি হল ছবির গান । প্রত্যেকটি গানই ( Pushpa: The Rise – Part 1 ) অসাধারণ । একটি আরেকটিকে ছাপিয়ে গিয়েছে । ইন্সটাগ্রাম থেকে ফেসবুক সব জায়গায় একই চিত্র । ‘ ও আন্তাভা ‘ , ‘ শ্রীভল্লি ‘ থেকে ‘ স্বামী স্বামী ‘ গানের তালে নাচছে নেতিজেনরা । ট্রেণ্ডিং এর শীর্ষে আছে এই গানগুলো । আর সবথেকে বড় বিষয় হল জনপ্রিয় ‘ শ্রীভল্লি ‘ এই গানটি ইতিমধ্যেই বাংলা ভার্সনে আসতে চলেছে । গাইছেন বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী ঊষা উত্থুপ ( Usha Uthup )

আরও পড়ুন…………যুদ্ধের মাঝে অন্য চিত্র, কেনই বা ভারত ছেড়ে ইউক্রেনে মেডিক্যাল পড়তে যায় পড়ুয়ারা? রইল কারণ

ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে গানের প্রোমো । প্রোমোতেই অর্ধেক বাজিমাত হয়ে গেছে । অত্যাধিক এই জনপ্রিয় গানটির বাংলা ভার্সন প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এক লাখের মত ভিউ পেরিয়ে গিয়েছে । অল্প সময়ের মধ্যেই দর্শকদের মধ্যে এই গানটি প্রিয় তালিকায় স্থান লাভ করে নিয়েছে । ঊষা উত্থুপের কণ্ঠে ‘ তুমি তোমার তুলনা শ্রীভল্লি ‘ আর কিছুদিন পরেই শুনতে পাবে শ্রোতারা । এর মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ঊষা উত্থুপের গাওয়া গানটির সঙ্গে তাল মেলাচ্ছেন স্বয়ং পুষ্পা ওরফে আল্লু অর্জুন ।

' পুষ্পা: দ্য রাইজ ' এর ' শ্রীভল্লবি ' গেয়ে তাক লাগালেন বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী ঊষা উত্থুপ

শিল্পী নিজেই বেশ উচ্ছসিত এই গানটি গেয়ে । জানা গেছে তিনি বেশ আগ্রহী ছিলেন এই গানটির বাংলা ভার্সন কভার করার জন্য । ‘ পুষ্পা: দ্য রাইজ ‘ ( Pushpa: The Rise – Part 1 ) এর গানে রিলস বানায়নি এমন তারকাদের সংখ্যা খুবই কম । বলি থেকে টলি বাদ যায়নি হলিউডও । সব জায়গায় আঁচ পড়েছে পুষ্পার গান । সেলিব্রেটি থেকে শুরু করে ভোটের প্রচার সব জায়গায় সমান তালে বাজছে ‘ শ্রীভল্লি ‘ থেকে ‘ স্বামী স্বামী ‘।

আরও পড়ুন…………কার হাতে থাকছে হুগলীর ১২টি পুরসভার স্টেয়ারিং, ফিরে দেখা পূর্ববর্তী পুরযুদ্ধ

এই ছবিটি বেশ বড় অঙ্কের উপার্জন করেছে বক্স অফিস থেকে । আইটেম সং থেকে শুরু করে ফাইটিং সিন সব ছিল একেবারে নিখুঁত করে এঁকেছেন ছবির প্রেক্ষাপট । নির্ভুল প্রেক্ষাপটের প্রকৃত উদাহরণ হল ‘ পুষ্পা: দ্য রাইজ ‘ ( Pushpa: The Rise – Part 1 ) । এখন অপেক্ষা বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী ঊষা উত্থুপের ( Usha Uthup ) গলায় ‘ শ্রীভল্লি ‘ কতটা ঝড় তোলে ।

 




Leave a Reply

Back to top button